Ajker Patrika

তিন নায়িকার সিনেমা কাঠগোলাপ

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১১: ২৩
তিন নায়িকার সিনেমা কাঠগোলাপ

প্রথম সিনেমা ‘সাহস’-এর পর দ্বিতীয় সিনেমায় হাত দিলেন নির্মাতা সাজ্জাদ খান। তাঁর এবারের সিনেমার নাম ‘কাঠগোলাপ’। গতকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে শুটিং। এতে অভিনয় করছেন তিন নায়িকা—সাবরিন সুলতানা কেয়া, দিলরুবা দোয়েল ও মেঘলা মুক্তা। বড় পর্দার জন্যই সিনেমাটি নির্মাণ করছেন সাজ্জাদ। পরিকল্পনা আছে দেশের বাইরেও মুক্তি দেওয়ার।

নির্মাতা সাজ্জাদ খান জানিয়েছেন, কাঠগোলাপ একটি প্রেমের গল্প। তবে তথাকথিত প্রেমের গল্প নয় এটি। কিছু চরিত্র ও তাদের ক্রাইসিস নিয়েই এগিয়ে যাবে সিনেমাটি। এসব চরিত্রের মধ্যে একজন সংসার করেন, একজন করপোরেট চাকরি করেন আর একজন শিক্ষক। কিন্তু তাঁদের সংকটগুলো একই রকম। নির্মাতা বলেন, ‘এটা ঠিক নারীকেন্দ্রিক গল্প নয়। যে সংকট নিয়ে এগিয়ে যাবে গল্প, সেটির সঙ্গে তিন নারী চরিত্রের একটা যোগসূত্র আছে।’

দিলরুবা দোয়েলবাংলাদেশের অভিনেত্রী মেঘলা মুক্তা ঢালিউডে নিজেকে প্রমাণ করার আগেই তেলুগু সিনেমা ‘শাকালাকালা বাল্লাবুডু’র প্রধান নায়িকা হয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’সহ কয়েকটি বাংলা সিনেমায় অভিনয় করলেও এখনো মুক্তি পায়নি কোনোটি। ‘কাঠগোলাপ’ সিনেমাটি নিয়ে মেঘলা মুক্তা বলেন, ‘কাঠগোলাপের ঘ্রাণ অনেকের প্রিয়। তেমনি কিছু মানুষ আছে, যারা ভালো কাজের মাধ্যমে সমাজে নিজেদের ঘ্রাণ ছড়িয়ে দেয়। অথচ নিজেদের প্রয়োজনে কাউকে কাছে পায় না। সমাজের এমন কিছু ক্রাইসিস ও মানসিক দ্বন্দ্বের গল্প আমরা বলতে চাইছি, ঢালিউডে যা আগে বলা হয়নি। পাণ্ডুলিপি তৈরির সময় থেকেই এ সিনেমার সঙ্গে আমি আছি।’ অপূর্ণ রুবেলের লেখা গল্প ও চিত্রনাট্যে ‘কাঠগোলাপ’ সিনেমায় আরও অভিনয় করছেন সুজন হাবিব, জামশেদ শামীম, কুন্তল প্রমুখ।

সাবরিন সুলতানা কেয়াএকসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া ইদানীং আবার কাজে নিয়মিত হয়েছেন। ‘কাঠগোলাপ’ সিনেমা দিয়ে তাঁকে নতুনভাবে চিনবে দর্শক, এমনই আশা অভিনেত্রীর। অন্যদিকে দোয়েল ‘চন্দ্রাবতী কথা’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘আজব কারখানা’সহ ব্যতিক্রমী ধারার কিছু সিনেমায় অভিনয় করে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন। প্রথম অভিনয় করেছিলেন নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’য়। ‘কাঠগোলাপ’ও তাঁর ক্যারিয়ারের অন্যতম কাজ হবে বলে আশা করছেন দোয়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত