Ajker Patrika

চুলা জ্বলছে না চট্টগ্রামে, ভিড় রেস্তোরাঁয়

সবুর শুভ, চট্টগ্রাম
চুলা জ্বলছে না চট্টগ্রামে, ভিড় রেস্তোরাঁয়

বাসায় গ্যাস নেই, চুলা জ্বলছে না। অন্য উপায়ে রান্না করার সুযোগও নেই। ঘুম থেকে উঠে সকালের নাশতা আনার জন্য বাইরে ছুটলেন মো. খোরশেদ আলম। অন্তত ১০টি রেস্তোরাঁ ঘুরে নাশতা পেলেন না চট্টগ্রাম নগরীর ঘাটফরহাদবেগ এলাকার এই বাসিন্দা।

খোরশেদ জানান, তিনি যাওয়ার আগেই সব রেস্তোরাঁয় বানানো নাশতা বিক্রি শেষ। অনেক হোটেল-রেস্তোরাঁর দরজাই বন্ধ এখন। গ্যাস-সংকটের কারণে পুরো চট্টগ্রাম নগরীর চিত্র এখন এমন।

নগরীর বড় মিয়ার মসজিদ এলাকার গৃহিণী কোহিনুর আক্তার বলেন, ‘গ্যাস না থাকায় রান্নাবান্না কিছুই করতে পারছি না। হোটেল-রেস্টুরেন্টে গেলেও খাবার নেই।’

সমস্যার কিন্তু এখানেই শেষ নয়। গ্যাস না থাকায় গতকাল রোববার চট্টগ্রাম নগরী ও উপজেলাগুলোতে অটোরিকশাসহ সিএনজিচালিত বিভিন্ন যানবাহনের চাকাও বন্ধ রয়েছে।

জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর নিকটবর্তী সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকায় গ্যাস-সংকট দেখা দিয়েছে চট্টগ্রামে।

এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আমিনুর রহমান জানান, মোখার প্রভাবে দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে। আজ সোমবার রাত নাগাদ গ্যাস সরবরাহ শুরু করার আশাবাদ এই কর্মকর্তার।

এদিকে গ্যাস-সংকটের সুযোগে এলপিজি ব্যবসায়ীরা সিলিন্ডারপ্রতি দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা হলেও অসাধু ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে দেড় হাজার টাকা নিচ্ছেন বলে জানান চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বসবাসকারী চট্টগ্রাম আদালতের আইনজীবী আশরাফ উদ্দিন খন্দকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত