এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। দেশের দুটি সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের একটি সিনেমা।
দ্য ফ্ল্যাশ
ডিসি কমিকসের নতুন সিনেমা ‘দ্য ফ্ল্যাশ’। আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে দ্য ফ্ল্যাশ। ওয়ার্নার ব্রোস ডিসকভারি ও ডিসি স্টুডিওর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েটি। এ সিনেমা দিয়ে আবার ব্যাটম্যান চরিত্রে ফিরছেন বেন অ্যাফ্লেক। মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন পরিচালক। ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার। এ ছাড়া অভিনেতা মাইকেল কিটনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে।
গত ফেব্রুয়ারিতে ট্রেলার প্রকাশের পর ঝড়ের গতিতে বাড়ে এর ভিউ। সাধারণ গল্পে আবেগপূর্ণ পারিবারিক প্লট এবং কমেডির দারুণ সমন্বয়ে ‘দ্য ফ্ল্যাশ’-এর ট্রেলারটি ভক্তদের মন জয় করেছে। এবার দেখার পালা সিনেমা হলে কতটা সাড়া ফেলতে পারে।
ফিরে দেখা
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমাটি নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা অবলম্বনে। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর রুপালি পর্দায় আসছেন ইলিয়াস কাঞ্চন-রোজিনা জুটি। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। এতে আরও অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। শুধু অভিনয় নয়, সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রোজিনা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। এতে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে। সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ফিরে দেখা।
ফুলজান
গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ফুলজান’। গল্প গাঁয়ের মেয়ে সুন্দরী ফুলজানকে ঘিরে। এলাকার বেয়াড়া ছেলে রাজা তাকে ভালোবাসে। কিন্তু মন্দ কাজের জন্য রাজার তিন বছরের সাজা হয়। রাজা জেলে যাওয়ার পর রমজান গাজীর সঙ্গে ফুলজানের বিয়ে হয়। বছর দু-এক পর থেকে রমজান ও ফুলজানের মাঝে দূরত্ব বাড়তে থাকে। একসময় রাজা জেল থেকে বের হয়ে ফুলজানকে পেতে মরিয়া হয়ে ওঠে।
সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি জান্নাত। আরও রয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন প্রমুখ। ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। দেশের দুটি সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের একটি সিনেমা।
দ্য ফ্ল্যাশ
ডিসি কমিকসের নতুন সিনেমা ‘দ্য ফ্ল্যাশ’। আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে দ্য ফ্ল্যাশ। ওয়ার্নার ব্রোস ডিসকভারি ও ডিসি স্টুডিওর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েটি। এ সিনেমা দিয়ে আবার ব্যাটম্যান চরিত্রে ফিরছেন বেন অ্যাফ্লেক। মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন পরিচালক। ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার। এ ছাড়া অভিনেতা মাইকেল কিটনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে।
গত ফেব্রুয়ারিতে ট্রেলার প্রকাশের পর ঝড়ের গতিতে বাড়ে এর ভিউ। সাধারণ গল্পে আবেগপূর্ণ পারিবারিক প্লট এবং কমেডির দারুণ সমন্বয়ে ‘দ্য ফ্ল্যাশ’-এর ট্রেলারটি ভক্তদের মন জয় করেছে। এবার দেখার পালা সিনেমা হলে কতটা সাড়া ফেলতে পারে।
ফিরে দেখা
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমাটি নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা অবলম্বনে। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর রুপালি পর্দায় আসছেন ইলিয়াস কাঞ্চন-রোজিনা জুটি। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। এতে আরও অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। শুধু অভিনয় নয়, সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রোজিনা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। এতে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে। সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ফিরে দেখা।
ফুলজান
গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ফুলজান’। গল্প গাঁয়ের মেয়ে সুন্দরী ফুলজানকে ঘিরে। এলাকার বেয়াড়া ছেলে রাজা তাকে ভালোবাসে। কিন্তু মন্দ কাজের জন্য রাজার তিন বছরের সাজা হয়। রাজা জেলে যাওয়ার পর রমজান গাজীর সঙ্গে ফুলজানের বিয়ে হয়। বছর দু-এক পর থেকে রমজান ও ফুলজানের মাঝে দূরত্ব বাড়তে থাকে। একসময় রাজা জেল থেকে বের হয়ে ফুলজানকে পেতে মরিয়া হয়ে ওঠে।
সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি জান্নাত। আরও রয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন প্রমুখ। ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫