Ajker Patrika

জামানত খোয়াচ্ছেন ২৮ চেয়ারম্যান প্রার্থী

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ৩৩
জামানত খোয়াচ্ছেন ২৮ চেয়ারম্যান প্রার্থী

মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনে ২৯ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী, সব ভোটকেন্দ্রে মোট ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

জানা যায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ৬টি ইউপি ও শিবচর উপজেলার ৩টি ইউপিতে ৫৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৮ জন প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি।

জামানাত হারানো প্রার্থীরা হলেন-রাজৈরের পাইকপাড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফাহিমা বেগম, বাবলু শেখ, মিজানুর রহমান, মেজবাহ-উর-রহমান, ইশিবপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান, দেলোয়ার শরীফ, বাবুল হোসেন, মোহাম্মদ অলি আহাদ, আবুল বাশার, আবুল হোসেন হাওলাদার, ইকবাল হোসেন হাওলাদার, কামাল হোসেন, জহিরুল ইসলাম, বেলায়েত হোসেন, মেহেদী হাসান, কদমবাড়ী ইউপিতে ধীতান বিশ্বাস, বাজিতপুর ইউপিতে ইলিয়াছ হাওলাদার, শেলী বেগম, কবিরাজপুর ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমীন ও হরিদাসদী মহেন্দ্রদী ইউপিতে রেজাউল করিম মুন্সী ও শাহীন আলম। এ ছাড়া শিবচরের উমেদপুর ইউপিতে জাতীয় পার্টির হায়াদ হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, নুরুল হক, ভদ্রাসন ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহাবুব আলম ও সন্যাসীরচর ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান ও সিরাজুল ইসলাম।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে হলে ওই ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। যেসব প্রার্থী এই পরিমাণ ভোট পাবেন না, তাঁদের জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম আছে। ওই ২৮ প্রার্থী তাঁদের ইউনিয়নে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত