Ajker Patrika

অপেক্ষার বিরক্তি ঘোচাবে বই

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩: ২২
অপেক্ষার বিরক্তি ঘোচাবে বই

অপেক্ষার সময় যেন পার হতেই চায় না। অনেকে সেলুনে চুল কাটাতে গিয়ে সিরিয়াল পেতে অপেক্ষা করতে করতে বিরক্ত হন। তাই তো জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার পঞ্চগড় শহরের বিভিন্ন সেলুনে পাঠাগার তৈরির উদ্যোগ নিয়েছে।

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ প্রতিপাদ্যে বিভিন্ন সেলুনে পাঠাগার তৈরি করা হবে। এই পাঠাগারের মূল উদ্যোক্তা হলেন আল আমিন, তিনি মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।

গত শনিবার নিউ পারসন এক্সক্লুসিভ জেন্টস পারলারে পাঠাগারের উদ্বোধন হয়। মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ এম দেলওয়ার হোসেন প্রধান এই সেলুন পাঠাগারের উদ্বোধন করেন। এ সময় সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হাসনুর রশিদ বাবু, ব্যাংক এশিয়া পঞ্চগড় শাখার ম্যানেজার আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তরুণ উদ্যোক্তা আল আমিন জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে পঞ্চগড় শহরে ২১টি সেলুনে ২১টি সেলুন পাঠাগার গড়ে তুলবেন তিনি। এতে জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি পাঠাগারের বই থাকবে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বই সংগ্রহ করছেন তিনি।

আল আমিন আরও জানান, সেলুনে এসে অপেক্ষার সময়টুকু অনেকে মোবাইল ফোনে গেম খেলে কাটিয়ে দেন। অনেকে বিরক্ত হন। এখন থেকে তাঁরা বই পড়তে পারবেন। সম্পূর্ণ বই পড়ে ফেলতে না পারলেও বইয়ের নাম জেনে পরে পড়বেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত