Ajker Patrika

এমপিপত্নীর বিলবোর্ড ঢাকল জিয়ার ম্যুরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
এমপিপত্নীর বিলবোর্ড ঢাকল জিয়ার ম্যুরাল

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরালটি বিলবোর্ড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) এমপি শামীম ওসমানের পত্নী সালমা ওসমান লিপির ছবিসংবলিত একটি শুভেচ্ছা বিলবোর্ড বসানো হলে বিষয়টি সবার নজরে আসে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা।

গত রোববার সকালে চাষাঢ়ায় অবস্থিত টাউন হল মতান্তরে শহীদ জিয়া হলের ওপরে অবস্থিত জিয়াউর রহমানের ম্যুরালটি ঢেকে রাখা দেখতে পান বিএনপির নেতা-কর্মীরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। কারণ, আওয়ামী লীগের শাসনামলে এর আগে এমন চিত্র দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, টাউন হলের ওপরের অংশে বসানো হয়েছে দুটি বড় বিলবোর্ড। দুটোই নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির ছবিসংবলিত। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বসানো বিলবোর্ডটি ঢেকে দিয়েছে জিয়াউর রহমানের ম্যুরাল।

জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি অনেক বড় ইস্যু না হলেও ভিন্ন মতাদর্শের প্রতি অসম্মানের দৃষ্টান্ত। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তাঁদের ক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এই কাজ করেছে। জিয়াউর রহমানের ম্যুরাল ঢেকে দিলেও কোটি মানুষের মাঝে তিনি একজন সম্মানিত ব্যক্তি।

ফলে তাঁর মর্যাদাহানির চেষ্টা করে নিজেরাই নিজেদের ক্ষতি করছে। কোনো বিবেকবান মানুষ অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে না। তারা যদি বিএনপিকে সম্মান দেখাতে না পারে, ভবিষ্যতে তারাও সম্মান থেকে বঞ্চিত হবে।’

বিএনপি নেতাদের ক্ষোভের বিষয়টি জানতে যোগাযোগের চেষ্টা করা হয় সালমা ওসমান লিপির সঙ্গে। তাঁকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া মেলেনি।

হলের প্রতিষ্ঠার বিষয়ে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার দাবি করেন, ‘চাষাঢ়া রাইফেল ক্লাবের পূর্ব পাশে একটি বড় পুকুরের ওপরে ৫৯ শতাংশ জায়গার ওপরে এই হল নির্মিত। সিএস রেকর্ড জরিপে উক্ত সম্পত্তির মালিক ছিলেন ব্রজেন্দ্র রায় চৌধুরী ও দেবেন্দ্র চৌধুরী এবং তাদের ওয়ারিশ সন্তোষ কুমার রায় চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত