Ajker Patrika

ফিরছে মাহফুজ ও অপি জুটি

ফিরছে মাহফুজ ও অপি জুটি

দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় জুটি হয়ে ফিরছেন একসময়ের টিভি নাটকের জনপ্রিয় জুটি মাহফুজ আহমেদ ও অপি করিম। তবে নাটক নয়, নতুন করে এ জুটিকে দেখা যাবে ওয়েব সিরিজে। শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘অদৃশ্য’ ওয়েব সিরিজে অভিনয় করছেন তাঁরা। এ সিরিজে মাহফুজ-অপির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রানা। তিনি আরও জানান, ইতিমধ্যে সিরিজটির ৫০ শতাংশ শুটিং শেষ হয়েছে। এখনো চলছে শুটিং। সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির।

‘অদৃশ্য’ সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে মাহফুজ আহমেদের। তবে অপি করিম এ মাধ্যমে আগে কাজ করেছেন। ২০১৯ সালে অমিতাভ রেজা চৌধুরীর ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। সেটিও প্রকাশ পেয়েছিল হইচইয়ে।

সম্প্রতি ৮ বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে মাহফুজের বিপরীতে আছেন শবনম বুবলী। প্রহেলিকা সিনেমায় মনা চরিত্রে মাহফুজের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটির প্রচারের সময় মাহফুজ জানিয়েছিলেন, পছন্দমতো চরিত্র পেলে অভিনয়ে নিয়মিত পাওয়া যাবে তাঁকে। অদৃশ্য সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি কথা রাখলেন।

তবে এখনই নিজের চরিত্র নিয়ে কোনো কথা বলতে নারাজ মাহফুজ। জানালেন, চরিত্র নিয়ে কথা বলা নিষেধ আছে। শুধু জানালেন, সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

অদৃশ্য ওয়েব সিরিজে দেখা যাবে একজন সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার গল্প। যার ক্ষমতার দর্পে তার পায়ে মাথা নত করে সবাই। কিন্তু হুট করে একদিন তার পায়ের নিচের মাটি সরে যায়। তাকে অপহরণ করা হয়। রহস্য আরও ঘনীভূত হয় যখন তাকে হুট করে ছেড়ে দেওয়া হয়। কেন তাকে অপহরণ করা হয়, আর কেনই-বা তাকে ছেড়ে দেওয়া হয়—সেসব প্রশ্নের উত্তর জানা যাবে এ সিরিজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত