Ajker Patrika

বিনা মূল্যে ৫০০ জনের ছানি অপারেশন

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮: ২৯
বিনা মূল্যে ৫০০ জনের ছানি অপারেশন

ফরিদপুরের আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালে ৫০০ দরিদ্র রোগীর বিনা মূল্যে ছানি অপারেশন করা হয়েছে। এর আগে ফরিদপুরের চরভদ্রাসনের চরাঞ্চলে চক্ষু শিবিরের মাধ্যমে ১ হাজার ৫০০ জনের মধ্য থেকে তাঁদের অপারেশনের জন্য বাছাই করা হয়।

এ আয়োজনে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালকে সহায়তা করেছে রোটারি ক্লাব অব ঢাকা রয়েল ও রোটারি ক্লাব অব দামানসারা ওয়েস্ট। এই উপলক্ষে গতকাল শনিবার সকালে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের

সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহসীন বেগ, রোটারি ক্লাবের গভর্নর ইঞ্জিনিয়ার এমএ ওহাব, ফাস্ট গভর্নর ড. আনিসুজ্জামান প্রমুখ।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহসীন বেগ জানান, প্রতিবছরই তাঁরা কয়েক’শ দরিদ্র রোগীকে বিনা মূল্যে অপারেশনসহ যাবতীয় ওষুধ সরবরাহ করে থাকেন। এ বছরই আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সঙ্গে রোটারি ক্লাব যুক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত