Ajker Patrika

বিবাহিত ও অছাত্র নিয়ে কমিটি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৫: ৪৬
বিবাহিত ও অছাত্র নিয়ে কমিটি

কক্সবাজারের কুতুবদিয়ায় বিবাহিত ও অছাত্র নিয়ে ছাত্রদলের ছয় ইউনিয়নে পকেট কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তৃণমূলে ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা ছাত্রদলের ত্যাগী নেতাদের অভিযোগ, কয়েকটি ইউনিয়নে আর্থিক লেনদেনের মাধ্যমে ভুয়া সার্টিফিকেটধারীদের দিয়ে করা হয়েছে পকেট কমিটি।

ইতিমধ্যে অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই অনিয়ম থাকায় অন্যান্য ইউনিয়ন কমিটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কমিটিতে স্থান পেয়েছেন গাড়ির হেলপার, চায়ের দোকানের কর্মচারী, ছাত্রলীগের কর্মী। এদিকে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ওঠায় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও বিব্রত।

জানা গেছে, প্রায় দেড় যুগ পর গত ২৭ জানুয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত ইউনিয়ন ও স্কুলসহ ১০টি কমিটি অনুমোদন দেওয়া হয়। এর পর থেকেই ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে। উপজেলার দুজন সাবেক ছাত্রদল নেতার যোগসাজশে আহ্বায়ক ও সদস্যসচিব অনিয়মের মাধ্যমে কমিটি গঠন করেছেন বলে জানান ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা। এসব অনিয়মের বিষয়ে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল কমিটি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তৃণমূল ছাত্রদল নেতারা।

উত্তর ধূরুং ইউনিয়ন ছাত্রদলের নেতা কায়কোবাদ সিকদার জানান, জিয়াউল হককে ছাত্রদলের সভাপতি করা হয়েছে। তিনি বিবাহিত ও অছাত্র। তার ছোট ভাই ছাত্রলীগ নেতার নাম ও সার্টিফিকেট দিয়ে কমিটিতে নিয়েছেন টাকার বিনিময়ে। উত্তর ধূরুং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের বড় ভাই একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

উপজেলা ছাত্রদল নেতা রিয়াদ মাহামুদ তানভীর বলেন, আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই অছাত্র। তাঁদের কোনো সার্টিফিকেট নেই। ভুয়া সার্টিফিকেট দিয়ে টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে এখানে। দলের ত্যাগীদের বাদ দিয়ে এই কমিটি করা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মুকারম কুতুবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সদস্যসচিব আবদুল্লাহ আল মান্নান উত্তর ধূরুং ইউনিয়ন সভাপতি ও আলী আকবর ডেইল ইউনিয়ন সভাপতির বিষয়টি এড়িয়ে গেলেও আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের সার্টিফিকেট আছে বলে দাবি করেন।

জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাতের কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি গাড়িতে আছেন বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বলেন, অভিযোগ প্রমাণ হওয়ায় কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভুয়া সার্টিফিকেটের বিষয়টি প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত