Ajker Patrika

৩৫ বছর পর এক ছাদের নিচে

৩৫ বছর পর এক ছাদের  নিচে

বিয়ের ১৭ বছরের মাথায় দুই মেয়েকে নিয়ে রণধীর কাপুরের সংসার ছেড়েছিলেন ববিতা কাপুর। চেম্বুরের আরকে বাংলো ছেড়ে থাকতে শুরু করেন লোখন্ডওয়ালার একটি ভাড়া করা বাড়িতে। দুই মেয়ে কারিশমা ও কারিনাকে বলতে গেলে ববিতা একাই বড় করেছেন। এভাবেই দীর্ঘ ৩৫ বছর কাটিয়ে দিয়েছেন তিনি। তবে আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি রণধীর-ববিতার।

আলাদা থাকার সময়েও রণধীরের যেকোনো সমস্যায় পাশে থেকেছেন ববিতা। কাপুরদের বাড়ির বউ হিসেবে সব দায়িত্বও পালন করেছেন। তবে রণধীরের সঙ্গে এক ছাদের তলায় থাকেননি দীর্ঘ ৩৫ বছর। এখন দুজনেরই বয়স বেড়েছে। পরিস্থিতি বদলেছে। শেষ বয়সে ফের কাছাকাছি এলেন রণধীর ও ববিতা।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বান্দ্রার বাড়িতে গত সাত মাস ধরে একসঙ্গে থাকছেন রণধীর-ববিতা। মা-বাবার এই সিদ্ধান্তে খুশি তাঁদের দুই মেয়ে কারিশমা ও কারিনা। অন্তত শেষ বয়সে এসে একে অপরের খেয়াল তো রাখতে পারবেন তাঁরা!

রণধীর কাপুর ও ববিতার প্রথম দেখা হয় ১৯৬৯ সালে, বাবা রাজ কাপুরের ‘সঙ্গম’ সিনেমার সেটে। সেখান থেকেই ভালো লাগা, তারপর প্রেম। তবে সবটাই চলছিল লুকিয়ে। একসময় রাজ কাপুর জেনে ফেলেন তাঁদের সম্পর্কের কথা। অনেকটা পারিবারিক চাপে পড়ে ১৯৭১ সালে ববিতাকে বিয়ে করেন রণধীর। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন তাঁদের আলাদা হওয়ার কারণ। রণধীর বলেন, ‘ওর (ববিতা) কাছে আমি একজন ভয়ানক মানুষ ছিলাম, যে রোজ মদ খায়, দেরি করে বাড়ি ফেরে। এসব ওর পছন্দ ছিল না। আমিও ওর মতো করে থাকতে চাইনি। আর আমি যেমন, সেটা ও মেনে নিতে পারেনি। ভালোবেসে বিয়ে করা সত্ত্বেও তাই আমরা আলাদা হয়ে যাই। দুই মেয়েকে ও খুব সুন্দর করে মানুষ করেছে। মেয়ে দুটো নিজেদের ক্যারিয়ারে সফল। একজন বাবা হিসেবে আমি এর চেয়ে বেশি আর কীই-বা চাইতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত