Ajker Patrika

আবাদ কমেছে বোরোর

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১: ৫২
আবাদ কমেছে বোরোর

চলতি মৌসুমে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বোরো ধানের আবাদ কমেছে। গত মৌসুমে ৩ হাজার ৪১৫ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও চলতি বছর সেটা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫০ হেক্টরে। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ১৬৫ হেক্টর জমিতে বোরো চাষ কমেছে। তবে কৃষি কর্মকর্তার ভাষ্য, বোরো ধানের আবাদ কমলেও অন্য ফসলের বেড়েছে।

স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন মন্টু বলেন, ‘মাটিদস্যুরা রাতের আঁধারে ফসলি জমির টপ সয়েল কেটে সাবাড় করে দিচ্ছে। এতে ফসলি জমি ডোবায় পরিণত হচ্ছে। প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই শুরু হয় মাটি কাটার রমরমা ব্যবসা। ইটভাটার কাঁচামাল হিসেবে মাটির ব্যবহার রোধ করা না গেলে এ দেশ ডোবায় পরিণত হবে। কমে যাবে ফসলের আবাদ।

আরেক বাসিন্দা নবাব আলী জানান, মানুষ অপরিকল্পিতভাবে যেখানে সেখানে ফসলি জমি ভরাট করে ঘরবাড়ি, দালানকোঠা গড়ে তুলছে। যার ফলে পানি চলাচলের সেতু, কালভার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তাই সেচের পানি ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারে না।

চাষি আবদুস সবুর জানান, গত বছর তিনি তিন একর জমিতে বোরো ধানের চাষ করেন। তবে এ বছর কোনো চাষ করেননি। বোরো চাষে সেচ খরচ, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশকের দাম বাড়তি বিধায় উৎপাদন ব্যয় বাড়ছে। খরচের তুলনায় উৎপাদিত ধানের মূল্য কম।

সাতবাড়িয়া ছলিয়ার পাড়ার কৃষক আদিত্য নাথ জানান, পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্প নিয়মিত পানি না দেওয়ায় বর্তমান বোরো ধানের অবস্থা খুব খারাপ।

বিভিন্ন এলাকার মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা বলছেন, বাকি জমিতে অন্যান্য সবজি চাষ হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে ভুট্টা, মসুর ডাল, গম, ফ্রান্স বিম, ফেলন, ড্রাগনসহ নানা ধরনের বাগানের দিকে ঝুঁকছেন কৃষক।

কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে কম চাষ হয়েছে বিষয়টি এমন নয়। কারণ বাকি জমিতে বিভিন্ন রকমের পর্যাপ্ত সবজি চাষ হয়েছে।

উপজেলার পানি উন্নয়ন উপসহকারী প্রকৌশলী আজমানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ড ১১টি বারেক পাইপ (সেচ প্রকল্প) স্থাপন করা হয়। ১টি বারেক পাইপে ১ কিমি জমি সেচের আওতায় আসে। এই পাইপের ফলে পানি সাশ্রয়, পরিত্যক্ত জমিতে চাষ, সহজে পানি সরবরাহ করা যায়। এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। একবার বসালে পরবর্তীতে তেমন কোনো খরচ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত