Ajker Patrika

চুরি রোধে রাত জেগে পাহারা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ৫২
চুরি রোধে রাত জেগে পাহারা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইদানীং বেড়েছে চুরির ঘটনা। খাবারে ওষুধ মিশিয়ে বাড়ির লোকজনকে অচেতন করে এসব চুরি সংঘটিত করছে চোরের একটি সক্রিয় সংঘবদ্ধ দল। এতে আতঙ্ক বিরাজ করছে উপজেলাজুড়ে। চুরির হাত থেকে রক্ষা পেতে লাঠিসোঁটা নিয়ে রাত জেগে পাহারা বসিয়েছেন এলাকাবাসী। গত শনিবার রাত ৯টায় উপজেলার পাড়িয়া ইউনিয়নের সৌলাপুকুর গ্রামে এ দৃশ্য দেখা গেছে। এলাকাবাসীর উদ্যোগে একদল যুবক সময় ভাগ করে নিয়ে রাতে বাড়িঘর পাহারা দিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি অক্টোবর মাসে ৯ দিনের ব্যবধানে দুওসুও ও পাড়িয়া ইউনিয়নে পাঁচটি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে চুরির একটি ঘটনা ঘটেছে দিনের বেলায়। অপর চারটি ঘটনা ঘটেছে বাড়ির লোকজনকে অচেতন করে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও সাবেক এক ইউপি সদস্যের বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।

গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিন দিনে উপজেলার পাড়িয়া ইউনিয়নের চার কিলোমিটারের মধ্যে তিনটি গ্রামে তিনজনের বাড়িতে চুরি হয়েছে। সৌলাপুকুর গ্রামের গয়া প্রসাদের বাড়িতে স্প্রে ছিটিয়ে সাত ভরি স্বর্ণ ও নগদ টাকা, পানিশাল গ্রামের নাজমুল হকের বাড়ি থেকে ৩ লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণ এবং লোহাগাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক অতুল প্রসাদ সিংহের বাড়ি থেকে মোবাইল ও আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) বালিয়াডাঙ্গী-নেকমরদহ মহাসড়কের পাশে সমিরউদ্দিন স্মৃতি কলেজের বিপরীতে স্কুলশিক্ষক আসাদ আলীর বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটে। চার ভরি স্বর্ণ চুরি হয়। পরদিন দুওসুও ইউনিয়নের হাসান মেম্বারপাড়া এলাকার রাজু হোসেন ও তার চাচার বাড়ির লোকজনকে অচেতন করে ৩ লক্ষাধিক নগদ টাকা চুরি হয়েছে।

সৌলাপুকুর গ্রামে রাত জেগে পাহারা দেওয়া যুবকেরা জানান, চুরির ঘটনা ঠেকাতে সময় ভাগ করে নিয়ে ১৫ জন যুবক পাহারা দিচ্ছেন। চুরি বন্ধ ও চুরির বিভিন্ন ঘটনার রহস্য উন্মোচন না করা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানান তাঁরা। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, চুরির ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। চোর শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত