Ajker Patrika

মান্দায় রানা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৪
মান্দায় রানা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় নিহত ইমরান হোসেন রানা (৩৮) হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় গণেশপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, ধর্ষণচেষ্টাসহ কয়েকটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ওই আসামির নাম মিজানুর রহমান রঞ্জু (২৭)। তিনি গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার সকালে তাঁকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রানা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তাঁর বাবা রফিকুল ইসলাম ওরফে চান্দু কাজী ও ছোট ভাই রায়হান কাজীকেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলের সমর্থকদের মধ্যে সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী ইমরান হোসেন রানা গত ১৮ নভেম্বর মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত