Ajker Patrika

সাতক্ষীরায় ৩০ ভরি সোনাসহ একজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ২৫
সাতক্ষীরায় ৩০ ভরি সোনাসহ  একজন আটক

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩টি (ওজন ৩০ ভরি) সোনার বারসহ মো. সাহেব আলী (৪৫) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। আটক সাহেব আলী সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের বাসিন্দা।

বিজিবির দেওয়া তথ্যমতে, গত বুধবার সন্ধ্যার দিকে বৈকারী বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মো. সাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে সদর থানার কুশখালী থেকে ৩টি সোনার বারসহ সাহেব আলীকে আটক করে।

তবে এ সময় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত কুশখালির সুব্রত কুমার সরকার (৩২) পালিয়ে যায়। আটককৃত সাহেব আলীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি বলেন, ‘চক্র উক্ত সোনা ভারতে পাচার করার অপেক্ষায় ছিল। পাচারের ঠিক প্রাক্কালে সাহেব আলীকে আটক করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত