Ajker Patrika

লাইসেন্স নেই, দণ্ড ৯ জনের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৯: ৫১
লাইসেন্স নেই, দণ্ড  ৯ জনের

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ট্রেড লাইসেন্স ব্যতীত দোকান পরিচালনার দায়ে ৩ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে।

গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চৌরাস্তা ও কালান্দিগছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলায় জাতীয় মহাসড়ক ও পাকা সড়কে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ও বাজার তদারকিসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৬ মোটরসাইকেল আরোহীকে এবং স্থানীয় সরকার আইন অনুযায়ী ৩ দোকানদারকে বিভিন্ন অঙ্কে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, মহাসড়কে লাইসেন্সবিহীন অবৈধভাবে মোটরসাইকেল চালানোর দায়ে ৬ মোটরসাইকেল আরোহীকে ও ট্রেড লাইসেন্স বিহীন দোকান পরিচালনা করায় তিন দেকানদারসহ মোট ৯ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও সচেতন করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত