Ajker Patrika

শ্রমিক সমাবেশে লাইসেন্স দাবি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪২
শ্রমিক সমাবেশে লাইসেন্স দাবি

ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরীর সদর রোডে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নে উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, শহীদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গত ২০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভায় সারা দেশে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চলাচল বন্ধে নেওয়া সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। তাই তা বাতিল করে অবিলম্বে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাটারি চালিত সকল যানবাহনের লাইসেন্স প্রদান করতে হবে। এ দাবি আদায়ে আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ সফল করার আহ্বান জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ