Ajker Patrika

বিকাশে লেনদেনের সূত্র ধরে অপহৃত যুবক উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৬: ২৯
বিকাশে লেনদেনের সূত্র ধরে অপহৃত যুবক উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। মুক্তিপণের টাকা বিকাশে লেনদেনের সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও নতুনপাড়া থেকে আসামিদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর থানার মশথপুর গ্রামের ইয়াছিন (১৯), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার দিগারহাওলা গ্রামের অন্তর (২০) ও ঝিনাইদহের কালিগঞ্জ থানার মইশা হাটা গ্রামের শাহিন (১৯)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইকরাম (২৫) নামের আরও একজন পালিয়ে গেছেন।

অপহৃত যুবকের নাম মাকসুদুল হক (২১)। তিনি নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ সাদার চর গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি আশুলিয়ার গৌরীপুর এলাকার সিবিটি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছিলেন।

পুলিশ জানায়, বুধবার রাতে মাকসুদুল তাঁর বন্ধুকে গাড়িতে উঠিয়ে দিতে নবীনগর বাসস্ট্যান্ডে আসেন। পরে তিনি সাভার সেনা শপিং কমপ্লেক্সের সামনে আসলে অপহরণের শিকার হন। অপহরণকারীরা আশুলিয়ার তাঁকে কুরগাঁও এলাকার মাতৃছায়া স্কুলে নিয়ে যান অপহরণকারীরা।

সেখানে তাঁর কাছে থাকা ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন অপহরণকারীরা। পরে তাঁর পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে ভুক্তভোগীর বোন সাড়ে ৪ হাজার টাকা পাঠিয়ে দেন। ভুক্তভোগীর এক বন্ধু জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ বিকাশে লেনদেনে সূত্র ধরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং মাকসুদুলকে অক্ষত উদ্ধার করে।

আশুলিয়া থানার এসআই হারুন অর রশিদ বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত