Ajker Patrika

মুলাদীতে জোয়ারে ভাঙল রাস্তা, গাছ ফেলে চলাচল

আরিফুল হক তারেক, মুলাদী (বরিশাল)
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫: ০৩
মুলাদীতে জোয়ারে ভাঙল রাস্তা, গাছ ফেলে চলাচল

মুলাদীতে জোয়ারের পানিতে ভেঙে গেছে কুতুবপুর গ্রামের রাস্তা। এতে দুর্ভোগে পড়েছে মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর ও দক্ষিণ চর ডাকাতিয়া গ্রামের কয়েক হাজার মানুষ। ভেঙে যাওয়ার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ভাঙা অংশে গাছ ফেলে চলাচল করছেন।

জানা গেছে, জুন মাসের মাঝামাঝি জোয়ারের পানির তোড়ে মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের কাঁচা রাস্তাটি বজলু মাতুব্বরের বাড়ির কাছে ভেঙে যায়। চলাচলের একমাত্র সড়কটি ভেঙে যাওয়ায় দক্ষিণ চর ডাকাতিয়া ও কুতুবপুর গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের একমাত্র রাস্তাটি দীর্ঘদিনেও পাকা করা হয়নি। এই সড়ক দিয়ে তাঁদের কুতুবপুর বাজার, নাজিরপুর, নাতিরহাট বাজারে যেতে হয়।

দক্ষিণ চর ডাকাতিয়া গ্রামের বাসিন্দা ও সরকারি মুলাদী কলেজের শিক্ষার্থী অন্তর মাহমুদ জানান, অএক মাস আগে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় রাস্তায় চাপ বাড়ে এবং ওই জায়গা ভেঙে বড় খালের মতো হয়ে গেছে। একই গ্রামের বাসিন্দা আব্দুল জলিল জানান, এই জায়গায় একটি কালভার্ট দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করতে হবে।

মুলাদী সদর ইউপি চেয়ারম্যান মো. কামরুল আহসান বলেন, ভাঙা সড়কটি দ্রুত সংস্কার করে দেওয়া হবে। এ ছাড়া কালভার্ট নির্মাণের জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাহিদা দেওয়া হয়েছে।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত