ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেলকে (৪৫) নির্বাচন থেকে সরিয়ে দিতেই হামলা করা হয়েছিল বলে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার সোহেল মিয়া। তাঁকে হত্যা করতেই গ্রেপ্তার সোহেলকে ভাড়া করা হয়। বর্তমান চেয়ারম্যান জুবের আলম রুপকের ভাই দিপক গ্রেপ্তার সোহেলকে ভাড়া করেন।
গত ৩০ সেপ্টেম্বর উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। মতিউর রহমান আঠারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। হামলার ঘটনায় সোহেলের বড় ভাই আশরাফ সিদ্দিকী জুয়েল অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। বর্তমানে মামলা তদন্ত করছে জেলা ডিবি পুলিশ।
জেলা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, একজন জনপ্রতিনিধিসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি। এঁদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে উপজেলার সরাতি গ্রামের সোহেল মিয়া (৩৫) গত ১৪ ও ১৮ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দি সূত্রে জানা গেছে, আহাম্মদ উল্লাহর বাড়ির পেছনে দা হাতে অপেক্ষা করছিলেন সোহেল মিয়া। তাঁকে দা সরবরাহ করেন আঠারবাড়ি ইউপি সদস্য হাদিস মিয়া। আহাম্মদ উল্লাহ সিদ্দিকীর ওপর হামলা চালানোর জন্য তাঁকে ভাড়া করেন বর্তমান আঠারবাড়ি ইউপি চেয়ারম্যান জুবের আলম রুপকের ভাই নুরে আলম কবীর দিপক। এ ছাড়াও হামলার ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজনের নাম পাওয়া গেছে।
আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেল বলেন, ‘হামলাকারীদের আমি চিনতে পারিনি। হামলার সময় তাঁরা মুখোশপরা ছিলেন। তবে আদালতে দেওয়া জবানবন্দিতে জানতে পারলাম, বর্তমান চেয়ারম্যানের ভাই দীপক জড়িত।’
আঠারবাড়ি ইউপি চেয়ারম্যান জুবের আলম রুপক বলেন, ‘আমাকে হেয় করার জন্য আমার ভাইকে জড়িয়ে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সুষ্ঠু তদন্ত চাই। প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক।’
ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেলকে (৪৫) নির্বাচন থেকে সরিয়ে দিতেই হামলা করা হয়েছিল বলে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার সোহেল মিয়া। তাঁকে হত্যা করতেই গ্রেপ্তার সোহেলকে ভাড়া করা হয়। বর্তমান চেয়ারম্যান জুবের আলম রুপকের ভাই দিপক গ্রেপ্তার সোহেলকে ভাড়া করেন।
গত ৩০ সেপ্টেম্বর উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। মতিউর রহমান আঠারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। হামলার ঘটনায় সোহেলের বড় ভাই আশরাফ সিদ্দিকী জুয়েল অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। বর্তমানে মামলা তদন্ত করছে জেলা ডিবি পুলিশ।
জেলা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, একজন জনপ্রতিনিধিসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি। এঁদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে উপজেলার সরাতি গ্রামের সোহেল মিয়া (৩৫) গত ১৪ ও ১৮ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দি সূত্রে জানা গেছে, আহাম্মদ উল্লাহর বাড়ির পেছনে দা হাতে অপেক্ষা করছিলেন সোহেল মিয়া। তাঁকে দা সরবরাহ করেন আঠারবাড়ি ইউপি সদস্য হাদিস মিয়া। আহাম্মদ উল্লাহ সিদ্দিকীর ওপর হামলা চালানোর জন্য তাঁকে ভাড়া করেন বর্তমান আঠারবাড়ি ইউপি চেয়ারম্যান জুবের আলম রুপকের ভাই নুরে আলম কবীর দিপক। এ ছাড়াও হামলার ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজনের নাম পাওয়া গেছে।
আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেল বলেন, ‘হামলাকারীদের আমি চিনতে পারিনি। হামলার সময় তাঁরা মুখোশপরা ছিলেন। তবে আদালতে দেওয়া জবানবন্দিতে জানতে পারলাম, বর্তমান চেয়ারম্যানের ভাই দীপক জড়িত।’
আঠারবাড়ি ইউপি চেয়ারম্যান জুবের আলম রুপক বলেন, ‘আমাকে হেয় করার জন্য আমার ভাইকে জড়িয়ে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সুষ্ঠু তদন্ত চাই। প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫