Ajker Patrika

চট্টগ্রাম চেম্বারে ‘জাপান ডেস্ক’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
চট্টগ্রাম চেম্বারে ‘জাপান ডেস্ক’

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের তথ্য বিনিময়ে চট্টগ্রাম চেম্বারে খোলা হয়েছে সিসিসিআই-জাপান ডেস্ক। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এই ডেস্ক উদ্বোধন করেন। চট্টগ্রাম চেম্বার, জাপানের জেটরো ও জেবিসিসিআই’র যৌথ উদ্যোগে এই ডেস্ক স্থাপন করা হয়।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি খুবই স্থিতিশীল অবস্থায় রয়েছে। চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় জাপানে বাংলাদেশের রপ্তানি ১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। দ্রুত বর্ধমান অর্থনীতির কারণে বাংলাদেশ আগামী ৫ বছরের মধ্যে ৩ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় অর্জন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইওহো, জেটরো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইওজি আন্দো প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত