Ajker Patrika

ডুবল ঘাটের পাটাতন যান পারাপারে ভোগান্তি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৩: ২৫
ডুবল ঘাটের পাটাতন  যান পারাপারে ভোগান্তি

টানা বর্ষণে ডুবে গেছে চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাটে পাটাতন ডুবে যায়। এ সময় অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা পার হতে গিয়ে পাটাতনে আটকে যায়। তবে আটকে পড়া প্রতিটি অটোরিকশা ৫০ থেকে ১০০ টাকার বিনিময়ে পার করে দিচ্ছেন ফেরিঘাট এলাকার শ্রমিকেরা।

অটোরিকশা চালক খোকন মল্লিক, মো. ফরিদ, ইস্কান্দর হোসেনসহ অনেকে জানান, অতিরিক্ত পানি ওঠায় ফেরির পাটাতন ডুবে গেছে। বাড়তি টাকার বিনিময়ে লোকজনের সহায়তায় অটোরিকশা কোনোরকমে ফেরিতে তোলা হয়েছে।

মোটরসাইকেল আরোহী জয়ন্ত ধর, আবুল হোসেন জানান, পাটাতনে অতিরিক্ত পানির ফলে ফেরিতে ওঠা যাচ্ছে না।

এদিকে একই দৃশ্য দেখা যায় ফেরির রাঙ্গুনিয়া উপজেলা অংশে ফেরিঘাট এলাকায়। এই অংশেও ফেরির পাটাতন ডুবে হালকা গাড়ি চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক এবং যাত্রীদের।

ফেরির তত্ত্বাবধায়ক মো. শাহজাহান ও চালক আমিন জানান, ভারী যানবাহন তীরে উঠতে পারলেও হালকা যানবাহন যেমন অটোরিকশা ও মোটরসাইকেল তীরে উঠতে বেশ কষ্টকর হয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত