Ajker Patrika

টিকা নিতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ৩৩
টিকা নিতে শিক্ষার্থীদের  আগ্রহ বাড়ছে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে করোনা টিকা নিতে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে দেখা যায়, টিকার জন্য শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে আবেদনপত্র বিদ্যালয়ে জমা দিচ্ছে। দেখা গেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আবেদন করতে বিভিন্ন কম্পিউটারের দোকানে ভিড় করতে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের ৮ থেকে ৯ জানুয়ারি টিকা দেওয়া শুরু হতে পারে।

ছয়সুতি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঐশী আক্তার বলে, ‘গতকাল মাইকে শুনে করোনা টিকা দেওয়ার জন্য স্কুলে চলে এসেছি। এসে জানলাম, আবেদন করতে হবে। তাই আবেদন ফরম সংগ্রহ করতে যাচ্ছি।’ আরাফাত ইসলাম বায়েজিদ নামের আরেক শিক্ষার্থী বলে, ‘সকালে আবেদন করে টিকা নিতে স্কুলে এসেছি। সহপাঠীদের সঙ্গে করোনার টিকা নিতে পারব জেনে ভালো লাগছে।’ নবম শ্রেণির শিক্ষার্থী শায়লা আক্তার বলে, ‘করোনা টিকা নেওয়ার জন্য স্কুলে এসেছি। আবেদনপত্র জমা দিয়েছি।’

শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম নিয়ে কথা হয় ছয়সুতি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান বাদলের সঙ্গে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। কুলিয়ারচরে ৮ হাজার ৯৯৭ শিক্ষার্থী আছে টিকা নেওয়ার জন্য।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোহাম্মদ ওমর খসরু বলেন, ‘আমরা জানুয়ারি মাসের ৮ থেকে ৯ তারিখে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরুর চেষ্টা করব। অনেক শিক্ষার্থী রয়েছে রেজিস্ট্রেশন করেনি। তারা আগামী দুদিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে। মোটামুটি ধারণা পেয়েছি, কুলিয়ারচরে টিকা নেওয়ার মতো ৯ হাজার শিক্ষার্থী রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত