Ajker Patrika

১৪২ স্কুলের ১৩৩টিতেই নেই শহীদ মিনার

কামাল হোসেন, কয়রা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪২
১৪২ স্কুলের ১৩৩টিতেই নেই শহীদ মিনার

কয়রা উপজেলায় ১৪২টি প্রাথমিক বিদ্যালয় আছে। এগুলোর মধ্যে মাত্র ৯টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। আর ১৩৩টিতেই কোনো শহীদ মিনার নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শহীদ মিনার নেই এমন স্কুলগুলোতে গতকাল কলাগাছ, ইট অথবা তক্তা দিয়ে বানানো শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা বাধ্যতামূলক হলেও ভাষা আন্দোলনের ৭০ বছরেও খুলনার উপকূলীয় কয়রায় প্রায় ৯৪ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার। ভাষাশহীদদের জন্য স্মৃতিস্তম্ভ শহীদ মিনার নির্মাণের উদ্যোগও নেওয়া হয়নি। এসব স্কুলে সমস্যা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে। বাধ্য হয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের জন্য অস্থায়ীভাবে নির্মাণ করতে হয় শহীদ মিনার। সেখানেই কোনোমতে জানানো হয় ফুল দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

শ্রীরামপুর কালনা আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবুল কাশেম বলেন, আমাদের স্কুলে কোনো শহীদ মিনার নেই। প্রতিবছর যখন ২১ ফেব্রুয়ারি আসে, তখন কোনোমতে অস্থায়ীভাবে বানানো হয় শহীদ মিনার। আর তাতে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানো হয়।

কয়েকজন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের স্কুলে শহীদ মিনার না থাকায় ব্যানার টানিয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন করে দিবসটি পালিত হয়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘আমাদের যেসব স্কুলে শহীদ মিনার নেই, সেসব স্কুলের তালিকা করা হয়েছে। আর ২১ ফেব্রুয়ারির দিন কলাগাছ, ইট অথবা তক্তা দিয়ে শহীদ মিনার তৈরি করে দিবসটি পালন করতে হবে। আর সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে স্কুলগুলোতে শহীদ মিনার নির্মাণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত