Ajker Patrika

নেত্রকোনায় কোলাহল ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানে

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৯
নেত্রকোনায় কোলাহল ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানে

করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ২১ জানুয়ারি থেকে এক মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে আবারও খুলেছে সারা দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ২ মার্চ থেকে খুলবে সব প্রাথমিক বিদ্যালয়। নতুন বছরের শুরুতেই এক মাস বন্ধ থাকার পর স্কুল খোলায় বিদ্যালয় চত্বরে ফিরেছে শিশু-কিশোরদের কোলাহল।

নেত্রকোনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, বিদ্যালয় খোলার প্রথম দিনেই শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ছিল ব্যস্ত। উপস্থিতিও ছিল বেশ। দুই শিফটের স্কুলগুলোয় সকাল ৮টার আগেই শিক্ষার্থীদের উপস্থিত হতে দেখা গেছে। অনেক স্কুলে বিকেল নাগাদ চলে ক্লাস।

নেত্রকোনা শহরের দত্ত হাই স্কুল, আঞ্জুমান স্কুল, আদর্শ বালিকা বিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয় ও নেত্রকোনা সরকারি কলেজে আগের মতোই ক্লাস হয়েছে।

দত্ত হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবু নাঈমের মা জানান, স্কুল খোলার কারণে আনন্দ যেমন আছে, ঠিক তেমনি শঙ্কাও কাজ করছে। করোনা ভাইরাসের সংক্রমণ কমে এলেও একেবারে নির্মূল হয়নি। তাই বাচ্চাকে নিয়ে চিন্তা কাজ করছে।

একই রকম শঙ্কা কাজ করছে সরকারি বালিকা বিদ্যালয়, আঞ্জুমান স্কুল, আদর্শ বালিকা বিদ্যালয়ে আসা অভিভাবকদের মধ্যে। তবে স্কুল খোলার কারণে শিক্ষার্থীরা খুশি। তারা মনে করছেন, স্কুল বন্ধ থাকার কারণে যে ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে উঠতে পারবেন।

আঞ্জুমান সরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিতম সরকার বলেন, আগে প্রায় দুই বছর ক্লাস বন্ধ ছিল করোনার কারণে। এরপর এ বছর ক্লাস শুরু হতে না হতেই ক্লাস বন্ধ হয়ে গেছে। এখন করোনার সংক্রমণ কমে যাওয়ায় স্কুল খুলেছে, আশা করি যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া যাবে।

নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা খানম বলেন, দীর্ঘ দুই বছর স্কুল বন্ধ ছিল। এরপর এ বছর যখন দ্বিতীয় ধাপে স্কুল বন্ধ হয়ে যায় এতে মন খারাপ হয়ে যায়। আশঙ্কায় ছিলাম কবে স্কুল খুলে। এক মাসের মধ্যে স্কুল খোলার কারণে ভালো লাগছে।

আঞ্জুমান স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক স্বপ্না সরকার বলেন, স্কুল বন্ধ থাকলে আমাদের ভালো লাগে না। ছাত্ররাই আমাদের প্রাণ। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২১ জানুয়ারি থেকে স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। আশার কথা অল্প সময়ের মধ্যেই স্কুল খুলেছে।

দত্ত হাই স্কুলের প্রধান শিক্ষক এবিএম শাজাহান কবির বলেছেন, আমার স্কুলে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরাও এখন সচেতন হয়ে উঠেছে। তারা নিজে থেকেই এখন মাস্ক পড়ে স্কুলে আসছে।

নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সরকার বলেন, করোনার প্রাদুর্ভাব কমলেও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

আঞ্জুমান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখলিমা খাতুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল খুলেছে। প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে ছেলেরা ক্লাস করেছে। শিক্ষকরাও বন্ধে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সচেষ্ট আছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওলিউল্লা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সব উপজেলায় মাধ্যমিক স্কুলে ক্লাস শুরু হয়েছে। সব স্কুলগুলোকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে বলা হয়েছে। আশা করছি তাঁরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত