Ajker Patrika

মুক্তিযোদ্ধা টর্চার সেল ছিল বাংকারটি

আব্দুর রব, মৌলভীবাজার
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৩৩
মুক্তিযোদ্ধা টর্চার সেল ছিল বাংকারটি

মৌলভীবাজার শহরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ছিল পাকিস্তানি বাহিনীর এই অঞ্চলের ব্রিগেড হেডকোয়ার্টার। যুদ্ধকালীন হানাদার বাহিনীর টর্চার সেল হিসেবে পরিচিত বাংকারটি এখনো কালের সাক্ষী হয়ে আছে।

শহরের বনবীথি এলাকায় অবস্থিত এই পিটিআই। এ স্থানটি একাত্তর সালে পাকিস্তানি বাহিনী বেছে নেয় টর্চার সেল নির্মাণের জন্য। মাটির নিচে দুই কক্ষবিশিষ্ট বাংকারটি নির্মাণ করা হয় নির্যাতন ও হত্যার উদ্দেশ্যে। ৩০ ফুট বাই ২৫ ফুটের বাংকারের গভীরতা ১০ ফুট।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অযত্ন আর অবহেলায় অরক্ষিত অবস্থায় তালাবদ্ধ রাখা হয়েছে স্থানটি। দেশ বিজয়ের ৫০ বছরেও বাংকারটি পরিকল্পিতভাবে সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধারা আরও জানান, একাত্তরে পিটিআই কেন্দ্র ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেড সদর দপ্তর। এখানে মাটি খনন করে একটি টর্চার সেল নির্মাণ করে পাকিস্তানি বাহিনী। অনেককেই ধরে এনে বন্দী করে রাখা হতো এবং নির্যাতন শেষে গুলি করে হত্যা করে লাশ ফেলে দেওয়া হতো পার্শ্ববর্তী পাহাড়ের জঙ্গলে। ওই সময় নির্যাতিত মানুষের চিৎকার ও আর্তনাদ ছিল প্রতিদিনের ঘটনা।

সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন জানান, মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আজিজুর রহমানকে এখানে আটকে রেখে নির্যাতন করেছিল পাকিস্তানি বাহিনী।

সংস্কৃতিকর্মী আ স ম সালেহ সোহেল বলেন, ‘বর্তমানে এই টর্চার সেল ভগ্নদশায় রয়েছে। বৃষ্টির পানি প্রবেশ করে দেয়াল ও ছাদ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছি; কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঐতিহাসিক এই স্থান সংরক্ষণের দাবি জানাই।’

লেখক ও গবেষক দীপংকর মোহান্ত বলেন, ‘বিজয়ের ৫০ বছরেও এ স্থানটিকে নিয়ে কেউ কিছু ভাবছে না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উচিত, জায়গাটি অধিগ্রহণ করে এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসসংবলিত একটি মিউজিয়াম করা। ’

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘জায়গাটি পরিদর্শন করে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত