পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে এক ভ্যানচালককে অপহরণ করে আটকে রেখে মারধর ও মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে করা মামলায় মা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সদরের অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামের মো. সফিকুল ইসলামের স্ত্রী আফরোজা আকতার ববি ও মেয়ে আফসানা মিমি রিংকি। এ মামলায় সফিকুলও আসামি। তবে তিনি পলাতক।
মামলার বাদী ভ্যানচালক মো. এনামুল হক। বাড়ি সদর উপজেলার জগদল এলাকায়। এজাহারে তিনি উল্লেখ করেছেন, গত শনিবার রাতে তাঁর ভ্যান ভাড়া নিয়ে আফরোজা আকতার ববি ওই ইউনিয়নের কাজীরহাট বাজার এলাকায় যেতে বলেন। পরে ভাড়া দেওয়ার নাম করে তাঁকে কৌশলে সোনারবান গ্রামের বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে ঘরের ভেতরে নিয়ে অবরুদ্ধ করে তাঁকে মারধর শুরু করেন ববি। এ কাজে ববির স্বামী সফিকুল ও মেয়ে রিংকি সহায়তা দেন। পরে তাঁর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়।
এজাহারে আরও বলা হয়, ভ্যানচালক এনামুল জীবন বাঁচাতে ১০ হাজার টাকা দিতে রাজি হন। পরে তাঁকে বাড়িতে ফোন করে টাকা আনার সুযোগ দেন ববি। এনামুল অপহরণের শিকার হয়েছেন, বুঝতে পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। পরদিন রোববার ভোরে মুক্তিপণের টাকাসহ পুলিশ অমরখানা বোর্ড বাজার এলাকায় অবস্থান নেয়। এনামুলের ভ্যানে করে ববি মুক্তিপণের টাকা নিতে নির্ধারিত স্থানে আসেন। তখন পুলিশের হাতে আটক হন ববি।
এ ঘটনায় রোববার বিকেলে এনামুল বাদী হয়ে সদর থানায় ববি, তাঁর স্বামী সফিকুল ও তাঁদের মেয়ে মিমির বিরুদ্ধে অপহরণ, আটকে রেখে মারপিট এবং মৃত্যুর ভয় দেখিয়ে মুক্তিপণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ববির মেয়ে মিমিকে শহরের শেরে বাংলা পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে মা-মেয়েকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবারটি অনেক দিন ধরে এলাকায় অনৈতিক কর্মকাণ্ডসহ মাদক বিক্রি, নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে। এলাকায় সাধারণ মানুষ এ বিষয়ে প্রতিকার চেয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ মিঞা বলেন, অপহরণের মামলায় গ্রেপ্তার হওয়া নারীর বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ রয়েছে। তা ছাড়া তাঁর স্বামী পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেহেতু মামলা হয়েছে, তদন্ত করে সব বের করা হবে।
পঞ্চগড়ে এক ভ্যানচালককে অপহরণ করে আটকে রেখে মারধর ও মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে করা মামলায় মা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সদরের অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামের মো. সফিকুল ইসলামের স্ত্রী আফরোজা আকতার ববি ও মেয়ে আফসানা মিমি রিংকি। এ মামলায় সফিকুলও আসামি। তবে তিনি পলাতক।
মামলার বাদী ভ্যানচালক মো. এনামুল হক। বাড়ি সদর উপজেলার জগদল এলাকায়। এজাহারে তিনি উল্লেখ করেছেন, গত শনিবার রাতে তাঁর ভ্যান ভাড়া নিয়ে আফরোজা আকতার ববি ওই ইউনিয়নের কাজীরহাট বাজার এলাকায় যেতে বলেন। পরে ভাড়া দেওয়ার নাম করে তাঁকে কৌশলে সোনারবান গ্রামের বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে ঘরের ভেতরে নিয়ে অবরুদ্ধ করে তাঁকে মারধর শুরু করেন ববি। এ কাজে ববির স্বামী সফিকুল ও মেয়ে রিংকি সহায়তা দেন। পরে তাঁর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়।
এজাহারে আরও বলা হয়, ভ্যানচালক এনামুল জীবন বাঁচাতে ১০ হাজার টাকা দিতে রাজি হন। পরে তাঁকে বাড়িতে ফোন করে টাকা আনার সুযোগ দেন ববি। এনামুল অপহরণের শিকার হয়েছেন, বুঝতে পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। পরদিন রোববার ভোরে মুক্তিপণের টাকাসহ পুলিশ অমরখানা বোর্ড বাজার এলাকায় অবস্থান নেয়। এনামুলের ভ্যানে করে ববি মুক্তিপণের টাকা নিতে নির্ধারিত স্থানে আসেন। তখন পুলিশের হাতে আটক হন ববি।
এ ঘটনায় রোববার বিকেলে এনামুল বাদী হয়ে সদর থানায় ববি, তাঁর স্বামী সফিকুল ও তাঁদের মেয়ে মিমির বিরুদ্ধে অপহরণ, আটকে রেখে মারপিট এবং মৃত্যুর ভয় দেখিয়ে মুক্তিপণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ববির মেয়ে মিমিকে শহরের শেরে বাংলা পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে মা-মেয়েকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবারটি অনেক দিন ধরে এলাকায় অনৈতিক কর্মকাণ্ডসহ মাদক বিক্রি, নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে। এলাকায় সাধারণ মানুষ এ বিষয়ে প্রতিকার চেয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ মিঞা বলেন, অপহরণের মামলায় গ্রেপ্তার হওয়া নারীর বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ রয়েছে। তা ছাড়া তাঁর স্বামী পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেহেতু মামলা হয়েছে, তদন্ত করে সব বের করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫