Ajker Patrika

জলবায়ুর ক্ষতিপূরণ নয়, অনুদানের দাবি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ০৪
জলবায়ুর ক্ষতিপূরণ নয়, অনুদানের দাবি

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদান চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) শেরপুরের নালিতাবাড়ী শাখার উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘আর নয় কয়লা ভিত্তিক জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে চাই কার্যকর নীতি ও বিনিয়োগ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধন হতে জলবায়ু অভিযোজনে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

সচেতন নাগরিক কমিটির (সনাক) নালিতাবাড়ী শাখার সভাপতি সাদরুল আহসান মাসুম মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাকের সহসভাপতি জোবায়দা খাতুন, সদস্য আবুল হোসেন খান ও মশিউর রহমান প্রমুখ।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য গণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে আমরা কোনো ঋণ চাই না। আমাদের পরিবেশের ক্ষতির পাশাপাশি তাহলে ঋণের বোঝাও বইতে হবে। জলবায়ু অভিযোজনের ক্ষতিপূরণ হিসেবে আমরা চাই অনুদান। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবি জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত