Ajker Patrika

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বরগুনা প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১: ৫১
চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

সরকারি চাকরি ও ঘর দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ইমরান হোসেন জসিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা-পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনার লঞ্চঘাট এলাকা থেকে ভুক্তভোগীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রতারণার শিকার কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, ইমরান হোসেন জসিম নিজেকে তাঁদের কাছে সরকারি কর্মকর্তা বলে পরিচয় দেন এবং সমাজসেবা অফিসের মাঠকর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। তিনি তাঁদের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তাঁরা এই প্রতারকের কঠোর শাস্তি দাবি করেন যাতে ভবিষ্যতে কেউ আর তাঁদের মতো প্রতারণার শিকার না হন।

খেজুরতলা এলাকার ভুক্তভোগী রিয়াজ ও বারেক মিয়া বলেন, ‘প্রথমে তিনি নিজেকে একটি বিদেশি এনজিওর উন্নয়নকর্মী বলে আমাদের কাছে পরিচয় দেন। তাঁর সঙ্গে অনেক সরকারি উচ্চপদস্থের যোগাযোগ আছে বলে জানান। পরবর্তীতে জানতে পারি তিনি একজন প্রতারক। বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘প্রতারণার অভিযোগে ইমরান হোসেন জসিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ ও মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত