Ajker Patrika

‘দেশে শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি’

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৫
‘দেশে শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি’

‘দেশের শিক্ষাব্যবস্থা এখন গরিবের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ধনীদের শিক্ষায় পরিণত হয়েছে এটি। অথচ সংবিধান অনুযায়ী শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। স্বাধীনতার ৫০ বছরে দেশে অনেক সরকার পরিবর্তন হলেও শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।’ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখা এ অভিযোগ জানিয়ে ৫ দফা দাবি উপস্থাপন করেছেন। তাঁরা ৫ দফা দাবি আদায়ে আগামী ১১ ডিসেম্বর বরিশাল নগরীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন।

গতকাল শনিবার দুপুরে সংগঠনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান শিক্ষক–কর্মচারী সমিতি ফেডারেশনের বিভাগীয় সমন্বয়কারী মহসিন উল ইসলাম হাবুল।

সংগঠনটির ৫ দফা দাবি হচ্ছে, বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক–কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ ভাতা দেওয়া, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দেওয়া, বেসরকারি উচ্চমাধ্যমিক কলেজে জ্যেষ্ঠ প্রভাষকের পরিবর্তে সহকারী অধ্যাপক পদবি চালু, যানবাহনে ছাত্র–শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতে হাফ ভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ শিক্ষা জাতীয়করণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...