Ajker Patrika

পারিবারিক কলহে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ২০
পারিবারিক কলহে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে শাহিদা বেগম নামে এক গৃহবধূকে স্বামী গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহতের মা মরিয়ম বেগম ও মেয়ে সুমাইয়া। গত সোমবার মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের চর পাইকেরছড়ার মওলানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধূর স্বামী আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঠ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একই গ্রামের শাহিদা বেগমের বিয়ে হয়। তাঁদের তিনটি কন্যা সন্তান রয়েছে। আবু বক্কর ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে থাকতেন। বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীকে সন্দেহ করতেন তিনি। এ কারণে তাঁদের মধ্যে কলহ চলে আসছিল। সোমবার মধ্যরাতে আবু বক্কর স্ত্রী শাহিদাকে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ স্থানীয়দের। পরে মেয়ে সুমাইয়া (৮) ও শাশুড়ি মরিয়ম বেগমকে (৫০) ছুরিকাঘাত করে পালিয়ে যান আবু বক্কর।

ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন ছুরিকাহত মরিয়ম বেগম জানান, আবু বক্কর প্রথমে ছুরি দিয়ে শাহিদাকে গলা কেটে হত্যা করেন। তাঁদের মেয়ে সুমাইয়া বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে চিৎকার শুনে এগিয়ে যান মরিয়ম। তাঁকেও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান আবু বক্কর।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘সুমাইয়া ও মরিয়ম বেগম নামে দুজন ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে দুজনই আশঙ্কামুক্ত।’

এ বিষয়ে কথা হলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আজকের পত্রিকা বলেন, ‘শাহিদার লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বামী আবু বক্করকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আবু বক্করকে কাল (আজ) বুধবার কারাগারে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত