Ajker Patrika

নওগাঁয় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৩২
নওগাঁয় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। পুলিশের ধারণা, ওই তরুণী আত্মহত্যা করে থাকতে পারে। গতকাল সোমবার দুপুরে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সকালে উপজেলার সোমনগর বাজার কুঠি গ্রামের একটি আমবাগান থেকে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত তরুণীর নাম মেরিনা (১৫)। সে বাজার কুঠি গ্রামের মৃত ঝাকারিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সবার অজান্তে মেরিনা নামের ওই তরুণী গত রোববার দিবাগত রাতের কোনো একসময় বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে পরিবারের লোকজন মেরিনাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন বাড়ির পাশের আমবাগানের ভেতরে কদমগাছের ডালে মেরিনার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানা-পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পোরশা থানার ওসি শফিউল আজম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত