Ajker Patrika

মধুখালীতে সড়ক ভেঙে পুকুরে

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৪০
মধুখালীতে সড়ক ভেঙে পুকুরে

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল উচ্চবিদ্যালয়ের মোড়ের সড়কটি ভেঙে গেছে। ইতিমধ্যে রাস্তার কিছু অংশ ভেঙে পাশের পুকুরে চলে গেছে। এতে ব্যস্ততম এই সড়কে জনদুর্ভোগ বেড়েই চলেছে। ঘটছে দুর্ঘটনা।

শনিবার সরেজমিনে দেখা গেছে, ডুমাইন বাজার ও রামলাল উচ্চ বিদ্যালয় হয়ে সড়কটি ঢাকা-খুলনা মহাসড়কে মিলেছে। রাস্তার পাশে রয়েছে পুকুর ও খাদ। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের এক পাশের ছোটবড় বেশ কয়েকটি গাছ নিয়ে মাটি ধসে গেছে। এর ফলে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে কোমলমতি শিশুরা বিদ্যালয়ে যাতায়াত করে থাকে।

এলাকার বাসিন্দা মো. রিফাত হোসেন জানান, রাস্তাটি দিয়ে কয়েকটি গ্রামের লোকজন বালিয়াকান্দী উপজেলায় যাওয়া-আসা করেন।

ভ্যান চালক আসলাম শেখ বলেন, ‘রাতে অনেক মোটরসাইকেল চালক ঝামেলায় পড়ে যান। আমাদেরও ভ্যান নিয়ে যেতে আসতে সমস্যা হয়।’

এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.খুরশিদ আলম বলেন, রাস্তাটি জরুরিভাবে সংস্কার করা দরকার।

ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশীদ আলম-মাসুম বলেন, এলজিইডি অফিসে বিষয়টি জানানো হয়েছে। রাস্তাটি যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করা হবে।

উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘সড়কের ভাঙন সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। আশা করছি অতি দ্রুতই এটি সংস্কার করা হবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, রাস্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এলজিইডিকে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত