Ajker Patrika

নতুন ভবন নির্মাণে গাফিলতি ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৩: ০৬
নতুন ভবন নির্মাণে গাফিলতি  ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

মাগুরার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে গাফিলতির অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে নতুন ভবনের কাজ শুরু করায় শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে, পার্শ্ববর্তী মেহগনি বাগিচায়, স্কুলের বারান্দায় ও ক্লাব ঘরে। দুই বছরের বেশি সময় ধরে এভাবেই চলছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২২০ জন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস সালাহউদ্দিন বলেন, ‘আমি কাজের কোনো অগ্রগতি দেখিনি। আমাদের বিদ্যালয়টির শ্রেণিকক্ষের সংকটের কারণে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় ভুগছি। বিশেষ করে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস করাতে পারছি না। এমনকি প্রতি মৌসুমেই হয় বৃষ্টি, না হয় রোদে খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া সম্ভব হয়ে ওঠে না। শিক্ষার্থীদের নিয়ে খুবই কঠিন সময় পার করছি। অতি দ্রুত নতুন ভবনের কাজ শেষ করার জোর দাবি জানাচ্ছি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্যা দীর্ঘদিনের। প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই সমস্যায় রয়েছে। আমি প্রায়ই উপজেলা মাসিক সমন্বয় সভায় স্কুলটির সমস্যার কথা বললেও কোনো সমাধান হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও উপজেলা প্রকৌশলীর সঠিক তত্ত্বাবধানের অভাবেই এমনটি হয়েছে।’

সাব কনট্রাক্টর রিংকু বলেন, ‘প্রতিষ্ঠানটিতে গাড়ি যাওয়ার পরিবেশ না থাকায় কাজটি বন্ধ ছিল। আমরা কয়েক দিন আগে উপজেলা প্রকৌশলী অফিস থেকে সময় নিয়েছি। এ সপ্তাহ থেকে কাজ শুরু করব।’

উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শাফিন শোয়েব বলেন, ‘আমার যোগদানের আগেই ২০১৯ সালের ২৯ এপ্রিল মেসার্স ইউনিক ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। যথা সময়ে কাজটি শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমি ২ দফা চিঠি দিয়েছি। প্রতিষ্ঠানটি সময় আবেদন করেছেন। নতুন ইট উঠলেই কাজ শুরু করবেন বলে তাঁরা জানিয়েছেন। এরপরেও কাজ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত