Ajker Patrika

৯ ইউপিতে আ.লীগে ৩১ বিদ্রোহী

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ১৭
৯ ইউপিতে আ.লীগে ৩১ বিদ্রোহী

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার সাঘাটায় ৯ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে ৩১ জন বিদ্রোহী মাঠে নেমেছেন। এতে কোনো কোনো ইউনিয়নে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিএনপি–জামায়াতের সরাসরি প্রার্থী না থাকলেও স্বতন্ত্রের ব্যানারে ভোটের মাঠে আছেন তাঁরা।

উপজেলার ১ নম্বর পদুম শহর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোজাহিদুল ইসলাম বকুল। বিদ্রোহী প্রার্থী রয়েছেন একজন। ২ নম্বর ভরতখালী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান শামসুল আজাদ শীতল, বিদ্রোহী প্রার্থী চারজন। ৩ নম্বর সাঘাটা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, বিদ্রোহী প্রার্থী একজন। ৪ নম্বর মুক্তিনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, বিদ্রোহী প্রার্থী তিনজন। ৫ নম্বর কচুয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, বিদ্রোহী প্রার্থী দুইজন। ৭ নম্বর হলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী ১১ জন। ৮ নম্বর জুমারবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজার রহমান, বিদ্রোহী প্রার্থী ৬ জন। ৯ নম্বর কামালের পাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল ওয়াদুদ, বিদ্রোহী প্রার্থী দুইজন। ১০ নম্বর বোনারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নাছিরুল আলম স্বপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত