Ajker Patrika

জশনে জুলুস করতে না দেওয়ার অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১: ২৩
জশনে জুলুস করতে না দেওয়ার অনুরোধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো জশনে জুলুস করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলার শীর্ষ আলেম-ওলামারা।

গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডায় দারুল আরকাম মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে এই অনুরোধ জানান তাঁরা।

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুবারকুল্লাহ বলেন, ‘আগামী ২০ অক্টোবর তথাকথিত জশনে জুলুস করতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ১৯৭৪ সালে পাকিস্তানের এক ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর নামে জশনে জুলুস আবিষ্কার করেন। মুসলমানদের ইমান-আকিদা নষ্ট করার উদ্দেশ্যে এই জশনে জুলুস পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জশনে জুলুস যেহেতু ইসলামের আলোকে শরিয়াসম্মত নয়, এ জন্য করোনাকালীন ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস যেন কেউ না করতে পারে, সে জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এর নামে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দারুল আরকাম মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা শায়খ সাজিদুর রহমান, মাওলানা আলী আযম ও মুফতি এনামুল হাসান প্রমুখ।

এদিকে কুমিল্লার সাম্প্রতিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমরা। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত