Ajker Patrika

সাংসদ পংকজকে বর্জনের আহ্বান

হিজলা প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১০: ২০
সাংসদ পংকজকে বর্জনের আহ্বান

হিজলা উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় স্থানীয় সাংসদ পংকজ নাথকে বর্জনের আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাংসদ পংকজ নাথ বিরোধী হিজলা, মেহেন্দীগঞ্জ এবং কাজিরহাট থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

গুয়াবাড়িয়া ইউনিয়নে হিজলা উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাড়ির উঠানে অনুষ্ঠিত ওই যৌথসভায় বক্তারা বলেন, ‘যে কোনো মূল্যে এমপি পংকজ নাথকে বয়কট করতে হবে। তাঁর অনিয়মের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হবে। হিজলা, মেহেন্দীগঞ্জ এবং কাজিরহাট থানায় পংকজ নাথকে বাদ দিয়ে যাকে নমিনেশন দেওয়া হবে আমরা তাঁর সঙ্গে আছি।’ এসব প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রী ও দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে যাওয়ার কথা বলা হয় যৌথসভা থেকে।

তিন থানার এ যৌথ সভার সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান লিটন, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বরজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান, কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত