Ajker Patrika

সোয়া লাখ কোটি টাকা ছাড়াল বাণিজ্য ঘাটতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোয়া লাখ কোটি টাকা ছাড়াল বাণিজ্য ঘাটতি

আমদানিনির্ভর দেশ হওয়ায় বাণিজ্য ঘাটতি যেন পিছু ছাড়ছে না। আর ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ায় ডলারের দাম বেড়েছে। এতে বাণিজ্য ঘাটতি ব্যাপক হারে বেড়ে গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে) ১ লাখ ২৬ হাজার ৬৯০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৩ হাজার ৮১৩ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে ২ হাজার ৫৮৩ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার। এদিকে ডিসেম্বর শেষে সেবা খাতে দেশ আয় করেছে ৪৫৫ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় হয়েছে ৬৫০ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১৯৫ কোটি ডলার।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ। এখানে বাণিজ্য ঘাটতি থাকা স্বাভাবিক। আর ডলারের দাম বাড়ায় বাণিজ্য ঘাটতিতে উল্লম্ফন হয়েছে। এভাবে হঠাৎ করে বেড়ে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলার সাশ্রয়ে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এতে আমদানি ব্যয় কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে সামনে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়, তবে নেতিবাচক হওয়ার আশঙ্কা নেই।’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘আমদানি পণ্যের মূল্যবৃদ্ধিতে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। এ জন্য ডলার সাশ্রয়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে আমদানিতে কড়াকড়ি আরোপ করায় আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। সামনের মাসগুলোতে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত