Ajker Patrika

আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন আজ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ২৬
আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন আজ

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর ৭৭ তম জন্মদিন আজ শুক্রবার। ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে তাঁর জন্ম। এ উপলক্ষে আগৈলঝাড়া ও বরিশাল নগরে আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এ উপলক্ষে আগৈলঝাড়ায় দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আবুল হাসানাত আব্দুল্লাহর কর্মজীবন ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। পরে আবুল হাসানাত আবদুল্লাহর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। জানা যায়, জেলা ও নগর আওয়ামী লীগের উদ্যাগে একই ধরনের কর্মসূচি পালিত হবে বরিশাল নগরেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত