Ajker Patrika

কিস্তিতে মাহিন্দ্রা কিনে বিপাকে মালিকেরা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৩: ৪২
কিস্তিতে মাহিন্দ্রা কিনে বিপাকে মালিকেরা

টাঙ্গাইলের মধুপুরে ইয়ামাহা সেলস সেন্টার থেকে মাহিন্দ্রা থ্রি-হুইলার কিনে বিপাকে পড়েছেন মালিকেরা। স্বল্প আয়ের মানুষগুলো কিস্তি পরিশোধের সময়সীমার আগেই মামলার শিকার হয়ে আদালত পাড়ায় দৌড়াতে বাধ্য হচ্ছেন। উপজেলার অর্ধশত ভুক্তভোগী মামলা প্রত্যাহার ও ভোগান্তিতে ফেলা আয়ুব আলি আরিফের শাস্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে আনারস চত্বরে মানববন্ধন করেছেন।

জানা গেছে, মধুপুরের ইয়ামাহা সেলস সেন্টার থেকে নগদ ও কিস্তিতে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রা থ্রি-হুইলার বিক্রি করা হয়। নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা সহজ কিস্তিতে এসব পরিবহন কিনে জীবিকা উপার্জন করেছেন। এদের মধ্যে অনেকে টাকা পরিশোধ করে নিরাপদে ব্যবসা করছেন। আবার অনেকে পড়েছেন ভোগান্তিতে। তাঁদের অভিযোগ টাকা পরিশোধ করছেন। তারপরও তাঁদের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা হয়েছে। এতে ভোগান্তির শিকার অর্ধশতাধিক মাহিন্দ্রা মালিক গতকাল ঘণ্টাব্যাপী মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে মানববন্ধন করেন।

মোছা ফাহিমা নামের একজন ভুক্তভোগী জানান, ৪ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার মধ্যে ৩ লাখ ৫৯ হাজার টাকার পরিশোধ করার পরও মামলার শিকার হয়েছেন তিনি। টেংরি গ্রামের মো. ইয়াসিন আলী জানান, ৩ বছরের মাসিক কিস্তিতে টাকা পরিশোধ কারার কথা থাকলেও ২ বছরের মাথায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৬ লাখ ২০ হাজার টাকায় কেনা মাহিন্দ্রার নগদ মূল্য পরিশোধ করেছেন সাড়ে ৩ লাখ টাকা। এমন অভিযোগ জানান আরও ১০ জন ভুক্তভোগী। অনেকে মামলার শিকার হয়ে ঘুরছেন দ্বারে দ্বারে।

এ বিসয়ে মধুপুর ইয়ামাহা সেলস সেন্টারের স্বত্বাধিকারী মো. আইয়ূব আলীর (আরিফ) জানান, অভিযোগকারীরা ইয়ামাহা সেলস সেন্টার থেকে থ্রি হুইলার মাহিন্দ্রা গাড়ির কিনেছেন ঠিকই। কিন্তু তাঁরা সময়মতো টাকা পরিশোধ না করায় তাঁদের বারবার তাগাদা দেওয়া হয়েছে। তাতেও কাজ না হলে আইগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত