Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তিতে আইন নয়, সরকারই বাধা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫: ২৫
খালেদা জিয়ার মুক্তিতে আইন নয়, সরকারই বাধা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। খালেদা জিয়ার মুক্তিতে আইন নয়, সরকারই বাধা। সরকার যে নির্বাহী আদেশ প্রণয়ন করেছে তা সংশোধন (শর্তহীন) করে খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে।’

গতকাল বুধবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চাঁদপুর শহরের নতুন বাজারের মুনিরা ভবন চত্বরে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘আমরা খালেদা জিয়ার পূর্ণ মুক্তি চাই। জনগণের দাবি সরকারের পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। আজকে বিএনপির জনসমাবেশে শুধু বিএনপির নেতা-কর্মী নয়, সাধারণ মানুষও স্বত্ব স্ফূর্তভাবে অংশ নিয়েছে।’

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত