Ajker Patrika

স্কুলের কর্মচারী নিয়োগে ‘অনিয়মে’র প্রতিবাদ

ঝালকাঠি প্রতিনিধি
স্কুলের কর্মচারী নিয়োগে ‘অনিয়মে’র প্রতিবাদ

ঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল সোমবার সকালে রাজাপুর-কাঠালিয়া সড়কের ওই স্কুলের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দাতা সদস্য ফারুক হাওলাদার, নুরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ব্যবস্থাপনা কমিটিকে না জানিয়ে প্রধান শিক্ষক টাকার বিনিময়ে একই পরিবারের তিনজনকে নিয়োগ দিয়েছেন।

প্রধান শিক্ষক মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, নিয়োগ অনেক আগেই যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। মূলত ব্যবস্থাপনা কমিটি নিয়ে দ্বন্দ্বেই তাঁকে নিয়ে মিথ্যা নানা অভিযোগ তোলা হচ্ছে। তিনি কোনো দুর্নীতি বা অনিয়ম করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত