Ajker Patrika

ইউপি চেয়ারম্যান লাপাত্তা, দুটি ভবন সিলগালা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১২: ৪৪
ইউপি চেয়ারম্যান লাপাত্তা, দুটি ভবন সিলগালা

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে চাল আত্মসাতের অভিযোগে চালের গুদাম হিসেবে ব্যবহৃত দুটি ভবন সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার ওই ইউনিয়নের গুদামে জেলেদের বরাদ্দ ৪৫ বস্তা চালের হদিস না মেলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের নির্দেশে দুটি ভবন সিলগালা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন জাটকা রক্ষায় জেলেদের জন্য ৫৩.৬৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে জেলেদের চা না দেওয়া উপজেলা প্রশাসন থেকে ইউনিয়নে পর্যবেক্ষণ করতে আসলে দেড় টন চালের হদিস না মেলায় চাল রাখার দুটি ভবন সিলগালা করা হয়।

এ ঘটনার পর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীকে ইউনিয়ন পরিষদ ও তার বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

ইউনিয়ন পরিষদের সচিব মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পরিষদে দুটি ভবনে ৪৫ বস্তা চাল গরমিল পাওয়ার অভিযোগে সিলগালা করা হয়। চাল না থাকার কারণটি আমার জানা নেই। এসব চাল চেয়ারম্যানের দায়িত্বে ছিল।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ আজকের পত্রিকাকে বলেন, ‘চাল না থাকার বিষয়টি জানার পর দুটি ভবন সিলগালা করার নির্দেশ দিয়েছি। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী দায়ী। আমরা আপাতত চাল বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছি। চেয়ারম্যানের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত