Ajker Patrika

টিভিতে ঈদের ধারাবাহিক নাটক

আপডেট : ১৬ জুন ২০২৪, ১৭: ২৬
টিভিতে ঈদের ধারাবাহিক নাটক

চার মূর্তি: বিটিভিতে ঈদের আগের দিন থেকে ৩ দিন বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হবে। রচনা রাইসুল ইসলাম অনিক, প্রযোজনা আল মামুন। অভিনয়ে আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক।

বিষদাঁত: প্রচারিত হবে এনটিভিতে ঈদের দিন থেকে ৭ দিন সন্ধ্যা সাড়ে ৬টায়। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন, শাহনাজ খুশি, প্রাণ রায়, জয়রাজ প্রমুখ।

মিস্টার যুক্তিবাদী: আরটিভিতে ঈদের ৭ দিন সন্ধ্যা ৭টায় দেখা যাবে। রচনা হারুন রুশো, পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন প্রমুখ।

বাইসাইকেল প্রেম ২: দীপ্ত টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন রাত ৯টা ৪৫ মিনিটে দেখা যাবে ধারাবাহিকটি। পরিচালনা বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাবিলা নূর, নাদিয়া আহমেদ, তামিম মৃধা প্রমুখ।

নয়শো প্রহরী: প্রচারিত হবে মাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া, শাহনাজ খুশি প্রমুখ।
 
টিক্কা রিভেঞ্জ: মাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয় মারজুক রাসেল, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, সাদিয়া তানজিন, মারুফ মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

বাপকা বেটা: বৈশাখী টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে। পরিচালনা এস আই সোহেল। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আরফান আহমেদ, ফারহানা মিলি, অলিউল হক রুমি, আবদুল্লাহ রানা প্রমুখ।

ক্ষমা করে দিও: প্রচারিত হবে বৈশাখী টিভিতে ঈদের ৭ দিন রাত ৯টা ২০ মিনিটে। পরিচালনা হানিফ খান। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা, ডা. এজাজ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

হা-ডু-ডু: দেখা যাবে বাংলাভিশনে  ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, শামীমা নাজনীন।

মান্না তো ভালোই ছিল: দেখা যাবে বাংলাভিশনে ঈদের ৭ দিন রাত ৮টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে শখ, রুমেল, চাষী আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত