Ajker Patrika

ছাত্রলীগ নেত্রীকে ‘কুপ্রস্তাব’ সংগঠনের ৭ নেতা-কর্মীর

কুষ্টিয়া প্রতিনিধি
ছাত্রলীগ নেত্রীকে ‘কুপ্রস্তাব’ সংগঠনের ৭ নেতা-কর্মীর

কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের এক নেত্রীকে যৌন হয়রানি, কুপ্রস্তাব ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা সাধারণ সম্পাদকসহ সাত নেতা-কর্মীর বিরুদ্ধে।  
জানা গেছে, গত সোমবার রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জসহ তিনজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ জানান জেলা ছাত্রলীগের এক নেত্রী (১৯)। বাকি তিনজন হলেন জেলা ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ফারদিন সৃষ্টি, জেলা ছাত্রলীগের সদস্য হৃদয় ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মোহাইমিনুল মিরাজ।

গতকাল দুপুরে ফারদিন সৃষ্টিসহ আরও পাঁচ নেতার বিরুদ্ধে ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলার আবেদন করা হয়। আসামিরা হলেন মো. হৃদয় (২৪), মুহাইমিনুল মিরাজ (২৩), রেফাউল ইসলাম (২২), শাকিল আহমেদ তুষার (২৮), ফারদিন সৃষ্টি (২২) ও রাহাতুল ইসলাম (২১)।

ওই নেত্রীর অভিযোগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর ব্যক্তিগত কিছু ছবি ফেসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেওয়া হয়। ওই অভিযোগপত্রে আরও তিন ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগের ওই নেত্রী জানান, সোমবার বিকেলে কুষ্টিয়া মডেল থানার ওসির সঙ্গে দেখা করে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অভিযুক্তরা তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছেন। ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাঁর ও পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। তিনি তাঁদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

তবে এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জ বলেন, ‘ওই তরুণী ছাত্রলীগের পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এমনকি তিনি ছাত্রলীগের নেত্রী হয়ে শোকের মাস আগস্টে ঘটা করে নিজের জন্মদিন পালন করে ছাত্রলীগকে বিতর্কের মধ্যে ফেলেছেন। এসব বিষয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করায় তিনি আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এসব করছেন। তাঁর আনা অভিযোগের পুরোটাই বানোয়াট।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক সাংবাদিকদের জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এ বিষয়ে বলেন, ‘যতটুকু জানি, হাফিজ শেখ চ্যালেঞ্জ এ ধরনের ছেলে নয়। তারপরও অভিযোগ যেহেতু উঠেছে, বিষয়টি তদন্ত করে দেখা উচিত।’

এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর এলাকায় তোলপাড় চলছে। ফেসবুকে বিভিন্ন আইডি থেকে অনেকের সঙ্গে ওই নেত্রীর অন্তরঙ্গ কিছু ছবি ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, অভিযোগ নিয়ে এক তরুণী প্রথমে তাঁর কাছে আসেন এবং পরে ওসির সঙ্গে কথা বলেন। দলীয় কোনো বিষয় নিয়ে সম্ভবত তাঁদের মধ্যে ঝামেলা হয়ে থাকতে পারে।

এজাহারের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, ‘এজাহার পেয়েছি। যেহেতু বিষয়টা তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত, তাই যাচাই-বাছাই চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত