Ajker Patrika

সুরভির সব চরিত্রই নারী

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪: ৫৩
সুরভির সব চরিত্রই নারী

গত বছর বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখকদের গল্প-উপন্যাস থেকে টেলিফিল্ম নির্মাণের ঘোষণা দেয় বঙ্গ। সে ধারাবাহিকতায় এবার ঈদেও দেখা যাবে বঙ্গ বব (বেজড অন বুক)-এর দ্বিতীয় সিজন। এবার সাতটি গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম তৈরি হচ্ছে। এর মধ্যে চয়নিকা চৌধুরী বানাচ্ছেন ‘সুরভি’ নামে একটি টেলিফিল্ম। ইমদাদুল হক মিলনের ‘সুরভি’ উপন্যাস থেকে একই নামে তৈরি হয়েছে এটি। মজার বিষয় হলো, এর প্রতিটি চরিত্রই নারী। প্রধান চারটি চরিত্রে আছেন সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, শম্পা রেজা ও ইয়ামিন হক ববি।

দীর্ঘদিন পর টেলিফিল্মে অভিনয় করছেন ববি। তিনি জানিয়েছেন, টেলিফিল্ম হলেও এটা একটি বিশেষ প্রযোজনা। সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, শম্পা রেজার মতো খ্যাতিমান অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করে ভীষণ উৎফুল্ল ববি। তিনি বলেন, ‘সুবর্ণা মুস্তাফা ম্যাম, ডলি মা বা শম্পা আপা—সবাই মিডিয়ায় সত্যিকারের নক্ষত্র। যতক্ষণ তাঁরা সেটে থাকেন, মনটা ভালো লাগায় ভরে থাকে। ইমদাদুল হক মিলনের চিত্রনাট্যে এবং চয়নিকা দিদির নির্মাণেও এটা আমার প্রথম কাজ। এতজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বড় পাওয়া।’

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘এই টেলিফিল্মের সিনেমার লেখক ও প্রযোজক বাদে আমরা সবাই নারী। মূল উপন্যাসে দু-একটা পুরুষ চরিত্র ছিল। চিত্রনাট্য করার সময় মিলন ভাই তাদেরও নারী করে দিয়েছেন। অনেক দিন পর ইমদাদুল হক মিলন নিজে স্ক্রিপ্ট লিখলেন। এটি পারিবারিক সম্পর্কের এক রহস্য গল্প। ঈদের দ্বিতীয় দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি দেখা যাবে।’

ববি, চয়নিকা চৌধুরী ও সুবর্ণা মুস্তাফাবঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘সাহিত্যের গল্পগুলো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। দীর্ঘদিনের ইচ্ছে ছিল প্রথাগত ধারার বাইরে জীবনমুখী সাহিত্য নিয়ে কাজ করার। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের বঙ্গ বব সিজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত