Ajker Patrika

দেওয়ানগঞ্জে বেড়েছে জ্বরের রোগী

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩: ১৭
দেওয়ানগঞ্জে বেড়েছে জ্বরের রোগী

জামালপুরের দেওয়ানগঞ্জে তীব্র গরমে সর্দি, জ্বর ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

চিকিৎসকেরা বলছেন, চলতি মৌসুমে এসব রোগের প্রকোপ বেড়েছে। বেশি আক্রান্ত যাঁরা, তাঁদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন এ হাসপাতালের বহির্বিভাগে গড়ে ৩৫০ থেকে ৪০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু গত কয়েক দিনে এ সংখ্যা বেড়েছে। এর মধ্যে ৬০ শতাংশ রোগী সর্দি, জ্বর ও ডায়রিয়ার। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৪০ জনের বেশি সর্দি, জ্বর ও ডায়রিয়ার রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এ ছাড়া হাসপাতালে ৬১ জন সর্দি-জ্বর নিয়ে ভর্তি হয়েছে।

জ্বরের চিকিৎসা নিতে আসা উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের রোগী আসলাম হোসেন জানান, দুদিন থেকে জ্বরে ভুগছেন তিনি। স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। তবু জ্বর ভালো হয়নি, তাই হাসপাতালে এসেছেন। সঙ্গে তাঁর গ্রামের আরও বেশ কয়েকজন রোগী এসেছেন চিকিৎসা নিতে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. বিপুল মিয়া জানান, অন্যান্য সময় সর্দি, জ্বর ও ডায়রিয়ার এত বেশি রোগী আসেনি। গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ রোগের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এসব রোগের চিকিৎসায় হাসপাতালে কোনো কিছুর কমতি নেই।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবীব জানান, কয়েক দিন থেকেই হাসপাতালে গরমের কারণে সর্দি, জ্বরের রোগীর ভিড় বেড়েছে। প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত