Ajker Patrika

স্কুল-কলেজ খুলছে আজ, প্রস্তুতি সম্পন্ন

খান রফিক, বরিশাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৩
স্কুল-কলেজ খুলছে আজ, প্রস্তুতি সম্পন্ন

করোনার কারণে এক মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার খুলছে স্কুল-কলেজ। সরকার স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পাঠদানের নির্দেশনা দেওয়ায় খুশির আমেজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এ জন্য নানা প্রস্তুতি নিয়েছে স্কুল-কলেজগুলো। পাশাপাশি করোনা নিয়ে উদ্বেগও কাজ করছে অভিভাবকদের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বরিশাল বিভাগে গত রোববার করোনা সংক্রমণের হার ছিল ১৪ দশমিক ৪৭ ভাগ।

গত ২১ জানুয়ারি থেকে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। দুই দফায় বন্ধের মেয়াদ বাড়ানোর পর করোনা সংক্রমণ কমে আসায় আজ মঙ্গলবার থেকে খুলছে স্কুল-কলেজ। এ জন্য বরিশাল জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পাঠদান শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রতিষ্ঠানপ্রধানেরা। কোনো কোনো প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বরণ করারও প্রস্তুতি নিয়েছেন শিক্ষকেরা। কিন্তু গ্রামগঞ্জের স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি মানা নিয়ে বড় চিন্তা অভিভাবকদের।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, তাই বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের হজরত আলী ডিগ্রি কলেজে শ্রেণিকক্ষ পরিচ্ছন্নতার কাজ গতকাল সোমবার অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার উপস্থিত থেকে তদারকি করেন। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস নেওয়া হবে।

বরিশাল ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান ঝান্ডা জানান, দেড় বছরে পাঠদানের বিরতি থেকে ক্লাসে ফেরে ছাত্র-ছাত্রী। এরপর করোনার কারণে আবার এক মাস বন্ধ হয়ে যায়। এতে পাঠদানে ছন্দপতন ঘটে। স্বাস্থ্যবিধি মেনে সরকার ক্লাস শুরুর কথা বলেছে। চলমান ভর্তি কার্যক্রমও এভাবে করার নির্দেশনা রয়েছে। তাঁরা চেষ্টা করছেন।

নগরের রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম সাইদুর রহমান জাকির জানান, তাঁর বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সশরীরে বিদ্যালয়ে পাঠদানে ফিরতে চায়। সামনে এসএসসি পরীক্ষা। ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হবে।

তবে শিক্ষার্থী ও অভিভাবকদের চিন্তা একেবারেই যাচ্ছে না। নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবির হাসানের বাবা মেহেদী হাসান বলেন, স্কুল খুললেও ছেলেকে নিয়ে চিন্তার শেষ নেই। করোনা যে কাউকে আক্রান্ত করতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের উচিত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি পালনের বিষয়টি নিশ্চিত করা।

বরিশাল প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চন্দ্রমোহন আলহাজ আ. মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম গোলাম মোস্তফা বলেন, ‘সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে মঙ্গলবার স্কুল খুলব। শিক্ষার্থীদের টিকা দেওয়া আছে। করোনারোধে মাস্ক পরা, হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধিও মানবেন। ঝুঁকি থাকলেও শিক্ষক-শিক্ষার্থী একত্রে না হলে মন ভালো লাগে না। এ জন্য শর্ট সিলেবাসে ক্লাস হবে।’

বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, তিনি করোনা আক্রান্ত। তাই এ বিষয়ে তেমন কিছুই বলতে পারছেন না। অবশ্য জেলার বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেছেন, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর নির্দেশ দিয়েছেন। মেহেন্দীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, তাঁরা স্বাস্থ্যবিধি বজায় রাখার কথা বলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. হুমায়ুন শাহিন সাংবাদিকদের জানান, করোনা সংক্রমণ কমছে। তবে এখনো শতভাগ করোনামুক্ত নয়। বরিশালে রোববার পর্যন্ত করোনা সংক্রমণের হার ১৪ দশমিক ৪৭ ভাগ ছিল। তাই সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত