Ajker Patrika

বিয়ের অভিযানে থাইল্যান্ডে

কামরুজ্জামান মিলু, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২২, ১১: ৪৯
বিয়ের অভিযানে থাইল্যান্ডে

কয়েক মাস আগে কলকাতায় নতুন সিনেমার শুটিং শেষ করেছেন নুসরাত ফারিয়া। নাম ‘রকস্টার’। নায়ক যশ দাশগুপ্ত। ‘বাজি’, ‘এসওএস কলকাতা’, ‘প্যানথার’—এসব সিনেমা বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা অংশুমান প্রত্যুষ এ সিনেমারও পরিচালক। মুক্তি পাবে পূজার মতো বড় উপলক্ষকে সামনে রেখে। তাই অনেকেরই আশা, রকস্টার হতে যাচ্ছে ফারিয়ার পরবর্তী ট্রাম্পকার্ড। এর আগে রাজা চন্দের ‘ভয়’ সিনেমার শুটিং শেষ করেছেন ফারিয়া।

সম্প্রতি কলকাতা থেকে ফারিয়ার জন্য উড়ে এল আরেক সুসংবাদ। তৈরি হবে ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল। ২০১৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও ছিলেন একঝাঁক তারকা—অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও প্রিয়াংকা সরকার। তারকাবহুল সিনেমাটি তখন আলোচিত হয়েছিল অনেক।

জানা গেছে, ‘বিবাহ অভিযান ২’-তে প্রথম পর্বের সব অভিনয়শিল্পী থাকবেন। তবে বদল আসছে পরিচালকের আসনে। বিরসা দাশগুপ্তের বদলে এবার ক্যামেরায় চোখ রাখবেন সায়ন্তন ঘোষাল। সিক্যুয়েলটি আগের চেয়ে বড় আয়োজনে তৈরি হবে, এমনটা জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের পক্ষ থেকে। ভারতের পাশাপাশি শুটিং হবে বিদেশেও। গণশা অর্থাৎ অনির্বাণের জেলে যাওয়ার ঘটনা দিয়ে শেষ হয়েছিল ‘বিবাহ অভিযান’-এর প্রথম পর্ব। দ্বিতীয় অংশ শুরু হবে সেখান থেকেই।

বিবাহ অভিযান ২ সিনেমায় অভিনয়ের ব্যাপারে এরই মধ্যে ফারিয়ার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, এ সিনেমার শুটিংয়ের জন্য শিগগিরই উড়াল দেবেন থাইল্যান্ডের উদ্দেশে। ফারিয়া বলেন, ‘বিবাহ অভিযান ২ সিনেমার শুটিং পড়ে গেছে। শুটিং হবে থাইল্যান্ডে। তাই এবার কোরবানির ঈদে দেশে থাকা হচ্ছে না আমার। বিদেশেই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে।’

ঈদে দেশে না থাকতে পারলেও টিভির ঈদ অনুষ্ঠানে থাকবেন ফারিয়া। কয়েক দিন আগে অপূর্বর সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন ‘আইকনম্যান’ টেলিফিল্মে। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় নির্মিত টেলিফিল্মটি দেখা যাবে দীপ্ত টিভিতে। এ ছাড়া বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...