Ajker Patrika

নালা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ, কাজ বন্ধ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
নালা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ, কাজ বন্ধ

ফেনীর পরশুরাম পৌর এলাকা থেকে পানি নিষ্কাশনের নালা (ড্রেন) নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে।

কোলাপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম, জয়নাল আবেদীনসহ বেশ কয়েকজন স্থানীয় পৌর নাগরিকদের অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল আলিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ফাহাদ ভুইয়া ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন।

এ সময় নিম্নমানের কাজ হওয়ার সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন।

জানা গেছে, ঠিকাদারের লোকজন নিম্নমানের ইট, পাথরসহ দরপত্রের শর্ত না মেনে নিম্নমানের কাজ করার অভিযোগ করে পৌর এলাকার বেশ কয়েকজন সচেতন নাগরিক। তাঁরা পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেন।

পরশুরাম পৌর কার্যালয় থেকে জানা যায়, পৌর এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য জনসাস্থ প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পরশুরাম পৌরসভার তত্ত্বাবধানে একটি প্রকল্প কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে পৌর এলাকায় পাঁচটি ড্রেনের নির্মাণকাজ করার কথা রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাবুল ডিপার্টমেন্ট স্টোর (এমবিবিএস) দরপত্রের মাধ্যমে কাজ পায়। এ নির্মাণকাজে ৮ কোটি ৯৪ লাখ টাকার একটি প্রকল্পের অর্থ বরাদ্দ দেওয়া হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান গত ৩০ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ড্রেন নির্মাণকাজ শুরু করেন। কাজের শুরুতে নিম্নমানের কাজ করছেন এমবিবিএস ঠিকাদারি প্রতিষ্ঠান। এমবিবিএস এর স্বত্বাধিকারী হুমায়ুন কবির জানান, ইটভাটার মালিক চুক্তি ভঙ্গ করে কিছু নিম্নমানের ইট দিয়েছেন বলে তিনি শুনেছেন। প্রকৌশলীরা আপত্তি জানালে নিম্নমানের ইট পরিবর্তন করে দেওয়া হবে।

পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল আলিম জানান, নিম্নমানের কাজের অভিযোগের প্রেক্ষিতে ড্রেনের নির্মাণকাজ পরিদর্শনে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দরপত্রের শর্ত ভঙ্গ করে কাজ করার অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ড্রেন নির্মাণকাজের তদারকি প্রতিষ্ঠান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ফাহাদ ভূঁইয়া জানান, ঠিকাদারের লোকজন কাজের শুরুতে ব্যাপক অনিয়ম এবং নিম্নমানের কাজ করে যাচ্ছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত