Ajker Patrika

গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৪: ৫১
গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় মো. মজিবর রহমান (৫২) নামের এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাক রেখে পালিয়ে যান। তবে ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত মো. মজিবর রহমান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেঘুরী গ্রামের বাসিন্দা। তাঁর পাঁচ বছরের এক ছেলে ও দেড় বছরের এক মেয়ে রয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ফরিদুজ্জামান বলেন, মো. মজিবর রহমান একা মোটরসাইকেল চালিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। তিনি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে পৌঁছালে সামনে থাকা পণ্যবাহী একটি ট্রাককে ওভারটেক করতে যান।

এ সময় পাশ থেকে ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দারিদ্র্য বিমোচন প্রকল্পের গ্রাহক তাসলিমা আক্তার বলেন, মো. মজিবর রহমান গতকাল সকালে তাঁর বাড়ি থেকে কিস্তি নিয়ে গেছেন। তাঁর এমন মৃত্যু মেনে নেয়ার মত না।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর ট্রাকের মালিকপক্ষ ও নিহতের পক্ষ তাঁদের কাছে এসেছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন, তাঁকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত